তিন দিন আগেই ফ্লোরে গিয়েছে দেবের ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’। ছবির শ্যুটিং শুরু হতে না হতেই অভিনেতা-প্রযোজক দেব জানিয়ে দিলেন সুখবরটা। কবে ‘সত্যান্বেষী’ হয়ে রুপোলি পর্দায় হাজির হবেন তিনি? রবীন্দ্র জয়ন্তীর দিন জানালেন অভিনেতা। সঙ্গে অজিত কে হচ্ছেন তাও স্পষ্ট করে দিলেন।
বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে অজিতের চরিত্রে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে। শুটিং ফ্লোর থেকে একটি ছবি শেয়ার করেন দেব। যেখানে আলো-আঁধারিতে দাঁড়িয়ে ব্যোমকেশ ও অজিত। বইয়ের পাতায় চোখ দেবের। ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘‘রবীন্দ্রজয়ন্তীর এই শুভক্ষণে আপনাদের সবার প্রিয় অজিত আর ব্যোমকেশের একটা ঝলক। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তা হলে আশা রাখছি, দেখা হবে ২০২৩-এর ১১ই অগস্ট।’’
আরও পড়ুন: Ekla Ghar: একলা ঘর বিতর্কে রূপম, ‘ছাগলের দল…’ বলে ট্রোলারদের আক্রমণ রূপসার
চলতি বছর জানুয়ারি মাসে দেব ঘোষণা করেছিলেন বাঙালির আইকনিক গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। এই ঘোষণার পর থেকেই নানান কারণে কটাক্ষে জেরবার হতে হয়েছে ঘাটালের সাংসদকে। ইন্ডাস্ট্রির অন্দরের লোকজনও দেবের ব্যোমকেশ হওয়ার বিষয়টি নিয়ে প্রকাশ্যে বাঁকা কথা বলতে ছাড়েননি। সত্যবতীর কাস্টিং নিয়েও কম জলঘোলা হয়নি। শুরুতে একাধিক নাম সামনে এলেও শেষমেশ ‘দেব-প্রিয়া’ রুক্মিণী মিত্রকেই দেখে যাবে ব্যোমকেশ ঘরণীর ভূমিকায়।
গত মাসেই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ফার্স্ট লুক পোস্টার সামনে এনেছিলেন দেব। দেবের প্রোডাকশন হাউজ– দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে এই ছবি।
আরও পড়ুন: The Kerala Story: ‘আইনি পথে হাঁটব’, রাজ্যকে হুঁশিয়ারি কেরালা স্টোরি-র পরিচালক- প্রযোজকের