গণনা যত এগোচ্ছে কর্নাটকে শাসক দল বিজেপির থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিচ্ছে কংগ্রেস। এই মুহূর্তে ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৮ আসনে। আর শাসক বিজেপি এগিয়ে মাত্র ৭৫ আসনে। জেডিএস এগিয়ে আছে ২৫ আসনে।
পরিবর্তনের ইঙ্গিত সামনে আসতেই তেড়েফুঁড়ে আসরে নেমেছে কংগ্রেস। রাজ্য জয়ের মধ্য দিয়েই ২৪-এর লোকসভা নির্বাচনে নিজেদের লড়াইকে আরও জোরদার করতে মরিয়া কংগ্রেস। কংগ্রেসের তরফে এক ট্যুইট বার্তায় লেখা হয়েছে “হ্যাঁ, আমি আজ অপ্রতিরোধ্য!”
ইতিমধ্যেই দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। প্রিয়াঙ্কা গান্ধী সিমলার হনুমান মন্দিরে শনিবার সকালে পুজো দেন। দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে উঠেছে ‘জয় বজরঙ্গবলী’ স্লোগান। এক কংগ্রেস কর্মী বলেছেন, ‘বজরঙ্গবলী কংগ্রেসের সঙ্গে রয়েছে। বিজেপির সঙ্গে নয়।’ সদর দপ্তরে মিষ্টি বিতরণও শুরু হয়েছে। সোনিয়া, রাহুলের ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গিয়েছে কংগ্রেস কর্মীদের।
সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, কংগ্রেস নেতা যথিন্দ্র সিদ্দারামাইয়া বলেছেন, ‘কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কর্ণাটকে সরকার গঠন করবে। আমরা আত্মবিশ্বাসী যে আমরা নিজেরাই সরকার গড়ব’। তিনি আরও বলেন, যে তার বাবা, দলের প্রবীণ নেতা সিদ্দারামাইয়া হতে চলেছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী।
১০ মে, রাজ্যের ২২৪ টি বিধানসভা আসনে ৭২.৮২ শতাংশ ভোট পড়েছে। এবারের নির্বাচনে মোট ২ হাজার ৬১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। সকাল ৮টা থেকে কর্ণাটকের ৩৬টি কেন্দ্রজুড়ে ভোট গণনা শুরু হয়েছে।