Abhishek Banerjee Was Advised To Take Rest By Trinamul Supremo Mamata B

Abhishek Banerjee: ‘তোমার গলা ভেঙে গিয়েছে, কয়েকদিন বিশ্রাম নাও’! অভিষেককে ধমক মমতার

ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে পড়েছে কনভয়৷ বাধ্য হয়ে থামিয়ে দিতে হয়েছে গাড়ি৷ এমনকী, সভামঞ্চও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এরপরেই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছিলেন, আবহাওয়া খুব খারাপ, কর্মসূচি দু-এক দিন বাদে করতে। সে কথা না শুনেই নাকি কর্মসূচি জারি রেখেছেন অভিষেক৷ দুর্গাপুরের অধিবেশনে নিজেই এই কথা জানালেন তিনি৷

দুর্গাপুরের অধিবেশন থেকে তিনি বলেন, ‘‘নেত্রী ফোন করেছিলেন। উনি বললেন, আবহাওয়া খুব খারাপ, কর্মসূচি দু-এক দিন বাদে করতে। আর তোমার গলা ভেঙে গিয়েছে, শরীর খুব খারাপ, কয়েকদিন বিশ্রাম নাও। কিন্তু নেত্রীকে আমি বললাম, রাজনীতির ছাত্র হিসেবে যেটা শিখছি, তা আরও শিখতে চাই। তৃণমূলে নবজোয়ার এখন জনজোয়ারে পরিণত হয়েছে।’’

আর কী বললেন অভিষেক?‌ তবে দলের কর্মীদের তিনি সতর্কও করেছেন। তাঁর কথায়, ‘নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নয়। আশি বছর আগে একজন বলেছিলেন, দিল্লি চলো। তিনি লড়াই না করলে ইংরেজ সরকার সরত না। আর আজ এক মহিলা বলছেন আশি বছর পরে দিল্লি চলো। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বলছেন না। তিনি মানুষের অধিকারের স্বার্থে যেতে বলছেন। কাজে মন দিন। কে বিরোধিতা করল। কে কী করল, বলল তাতে মন দেবেন না। মনে রাখবেন মানুষের জন্য কাজ করে যেতে হবে। তবেই আশীর্বাদ মিলবে।’‌

এখন টানা জনসংযোগ কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের নানা জেলায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। মানুষের দুঃখ–দুর্দশা থেকে সমস্যা শুনছেন তিনি। এমনকী নিজের সামর্থ্য মতো উপকারও করে চলেছেন এই সাংসদ। গ্রামীণ মানুষের কাছে তিনি এখন হয়ে উঠেছেন মুশকিল আসান।এখন একটু শরীরটা খারাপ হয়েছে অভিষেকের। এই খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই দিয়েছেন স্নেহের ধমক। যা এখন প্রকাশ্যে চলে এসেছে।