Weather Update: Rain and Thunderstorm alert in South Bengal throughout this week, predicts weather office

Weather Update: আজ থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে ! রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কাও

আজ পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। আগামিকাল ১৫ টি জেলায় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। সঙ্গে ৬০ কিমিতে ঝড় বইবে।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যয় বলেছেন, ‘বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। তার ফলে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। আর তাপমাত্রা তো আছেই। তাই হিট বা এনার্জির অভাব নেই। সেটা উপরে উঠেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে।’

আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ও বইতে পারে। সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

বাংলায় কবে প্রবেশ করবে বর্ষা? এই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট করে তথ্য দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দফতরের তরফে। ৪ জুন কেরালাতে প্রবেশ করছে বর্ষা। এরপরেই বাংলায় বর্ষার প্রবেশ নিয়ে কিছু বলা সম্ভব হবে।