Madhyamik Result 2023:10th result official website link wbbse wb gov in wbresults nic in

Madhyamik Result 2023: ৬৯৭ পেয়ে প্রথম কাটোয়ার দেবদত্তা, যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম এবং মালদহের রিফাত

পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৫ দিনের মাথায় আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফল। মাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং জেলা। তৃতীয় কলকাতা এবং পাশের চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা।

মালদা থেকে সর্বোচ্চ সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন। এবারের মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ। ১৩.৩৭ শতাংশ পরীক্ষার্থী পেয়েছেন ৬০ শতাংশ বা তার বেশি। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল।

এবছর মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরাণী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। যুগ্ম দ্বিতীয় শুভম পাল, রিফাত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১।

সারভার ইমতিয়াজ, সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল ৬৯০ পেয়ে একসঙ্গে তৃতীয় হয়েছেন এবারের মাধ্যমিকে। যুগ্ম চতুর্থ হয়েছে সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই। পঞ্চম স্থানে রয়েছে শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল।

মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’’

চলতি বছর মাধ্যমিক দিয়েছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ পরীক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ পরীক্ষার্থী। পুরুষ পরীক্ষার্থীর তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি।

পর্ষদের ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা http://wbresults.nic.in -এ যেতে হবে। সেখানে ফলের লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর, রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই ফল দেখা যাবে। ফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারবে পরীক্ষার্থীরা।