UPSC Final Result: UPSC Civil Services final result 2022 declared, top 4 ranks bagged by women check all details here

UPSC Final Result: প্রকাশিত UPSC-র ফল, তালিকার প্রথম চারজনই নারী

প্রকাশিত হল ২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিসেস ফাইনাল পরীক্ষার ফলাফল। এবছর মোট ১৮০ জন পরীক্ষার্থীকে আইএএস হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃতীদের তালিকায় প্রথম চারজনই নারী। এবছর প্রথম হয়েছেন ইশিতা কিশোর। দ্বিতীয় স্থানে আছেন গরিমা লোহিয়া। তৃতীয় হয়েছেন উমা হরথি। চতুর্থ হয়েছেন স্মৃতি মিশ্রা। এদিকে পঞ্চম স্থানে রয়েছেন ময়ূর হাজারিকা। ষষ্ঠ হয়েছেন গহনা নব্য ব্যস। সপ্তম স্থানে আছেন ওয়াসিম আহমেদ ভাট। অষ্টম হয়েছেন অনিরুদ্ধ যাদব। নবম হয়েছেন কণিকা গোয়েল। দশম স্থানে আছেন রাহুল শ্রীবাস্তব।

২০২১ সালের পর ২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষায় প্রথম তিনটি স্থান দখলে রাখলেন মহিলারা। এ বার আর এক ধাপ এগিয়ে চারটি স্থানই দখল করলেন তাঁরা। ২০২১ সালের ইউপিএসসি পরীক্ষায় প্রথম তিনটি স্থান দখলে রেখেছিলেন শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল, গামিনী সিঙ্গলা।

২০২২ সালের ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে ১,০২২ শূন্যস্থান পূরণ করার লক্ষ্য ছিল কেন্দ্রের। পরীক্ষায় পাশ করেছেন মোট ৯৩৩ জন। তাঁদের মধ্যে ৬১৩ জন পুরুষ। ৩২০ জন মহিলা। প্রথম ২৫ জনের মধ্যে ১৪ জনই মহিলা। ১১ জন পুরুষ। পাশ করা প্রার্থীদের মধ্যে ৩৪৫ জন জেনারেল ক্যাটাগরির, ৯৯ জন আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির, ২৬৩ জন ওবিসি (অনগ্রসর শ্রেণির), ১৫৪ জন তফসিলি জাতি (এসসি), ৭২ জন তফসিলি উপজাতির (এসটি)। ১৭৮ জন সংরক্ষিত তালিকায় রয়েছে।

এর মধ্যে আইএএস পদে নিযুক্ত হবেন ১৮০ জন। ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছেন ৩৮ জন। আইপিএস হবেন ৮৩ ২০০ জন। তাছাড়া ‘এ’ ক্যাটাগরির আমলা হিসেবে নিয়োগ করা হবে ৪৭৩ জনকে। গ্রুপ বি কর্মী হিসেবে নিযুক্ত হবেন ১৩১ জন। এছাড়া ২০২২ সালের সিভিল সার্ভিসেস এগজামিনেশন নিয়মের ২০ (৪) এবং (৫) ধারার আওতায় ১৭৮ জন প্রার্থীকে ‘কনসোলিডেটেড রিজার্ভ’ তালিকায় রাখা হয়েছে।