HS Result 2023: West Bengal Board declares WBCHSE result 2023, LIVE Updates on WB Class 12th Result

HS Result 2023: মেধা তালিকায় দাপট হুগলির, প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু

২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক সম্মেলনে মেধাতালিকা প্রকাশ করেন ১২টার সময়। এরপর সাড়ে ১২টা থেকে অনলাইনে প্রকাশিত হয় রেজাল্ট।

মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। এর মধ্যে শুধু হুগলিরই ১৮ জন পরীক্ষার্থী। মেধাবীদের সংখ্যায় অন্য জেলাকে টেক্কা দিয়েছে হুগলি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার প্রথম হয়েছেন। ৪৯৬ নম্বর পেয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ।

৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সানা। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।

গত ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ মার্চ। মোট ৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। এবছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। যাঁদের মধ্যে পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাশের হার ৮৯.২৫%।

ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। মেয়েদের মধ্যে পাশ করেছেন ৮৭.২৬ শতাংশ।

এছাড়া এবছর উর্দুভাষীদের মধ্যে প্রথম হয়েছেন মহম্মদ আসান। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৬। তিনি ক্যালকাটা মাদ্রাসার পড়ুয়া। নেপালিভাষীদের মধ্যে স্নেহা নেপাল ৪৬৫ পেয়ে প্রথম হয়েছেন। তিনি কালিম্পংয়ের পড়ুয়া। এছাড়া সাঁওতালিতে প্রথমস্থানে আছেন তিনজন। তাঁরা হলেন- বাঁকুড়ার বিবেক সোরেন, ঝাড়গ্রামের মৌসুমি টুডু ও সরস্বতী বাসকে।