Blast in Factory: Several injured in a blast at Factory of Bankura

Blast in Factory: বাঁকুড়ায় কারখানায় বিস্ফোরণ, ফুটন্ত লোহা ছিটকে ঝলসে জখম অন্তত ১৫

বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। ফার্নেস বিস্ফোরণে জখম ১৫ শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার বড়জোড়া শিল্প তালুকের ঘুটগড়িয়া এলাকায় থাকা বিডি গোয়েল নামের ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানাটিতে কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকাই কারখানার চুল্লি সশব্দে ফেটে যায়। চুল্লির মধ্যে তরল অবস্থায় থাকা ফুটন্ত লোহা ছিটকে পড়ে চার দিকে। চুল্লির অদূরে থাকা শ্রমিকদের গায়ে গিয়ে পড়ে ওই গলিত লোহা। অন্তত ১৫ জন শ্রমিক ঝলসে যান ওই গলিত লোহায়। কারখানার তরফে দ্রুত আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।

বড়জোরা শিল্পতালুকের এই অঘটনের পর বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই জাতীয় অঘটন বড়জোড়া শিল্পতালুকে এর আগেও ঘটেছে। ব্লাস্ট ফার্নেস ফেটে শ্রমিকদের আহত হওয়ার মতো উদাহরণও রয়েছে অতীতে। সেক্ষেত্রে এই স্পঞ্জ আয়রন কারখানায় ব্লাস্ট ফার্নেসের রক্ষণাবেক্ষণের কাজ ঠিকঠাক হত কি না, কারখানার কর্মরত শ্রমিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হত কি না, সুরক্ষাবিধি ঠিকঠাক মেনে চলা হত কি না… সেই সব প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে। যদিও গোটা ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ নিয়ে স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, ‘‘হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে। আমরা আহতদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত বিষয় দেখভাল করছি। ১০ জনের অবস্থা গুরুতর।’’