Weather Update: Monsoon to hit Kerala in next 48 hrs

Weather Update: ৪৮ ঘণ্টার মধ্যেই কেরলে ঢুকছে বর্ষা, রাজ্যে স্বস্তির বৃষ্টি কবে থেকে?

আরব সাগরে ঘূর্ণিঝড় কেরলে ডেকে আনছে বর্ষা (Weather Update)। মৌসম ভবন জানিয়েছে, কেরলে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে শুক্রবার বর্ষা ঢুকবে দক্ষিণ ভারতে।

ক্যালেন্ডার অনুযায়ী, কেরলে বর্ষার আগমন আরও কিছু দিন আগে হওয়ার কথা। ঘূর্ণিঝড়ের কারণেই তাতে বিলম্ব বলে জানিয়েছেন আবহবিদেরা। ‘বিপর্যয়’ সমস্ত জলীয় বাষ্প টেনে নিচ্ছে। তাই কেরল এবং পার্শ্ববর্তী এলাকায় মৌসুমী বায়ু প্রবেশ করতে পারছে না। তবে আগামী ২ দিনে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে ওই এলাকায়।

মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে এখনও কিছুটা সময় লাগবে। তাই প্রাথমিক ভাবে কেরলে বর্ষা প্রবেশ করলেও তা হবে দুর্বল। ১২ জুন নাগাদ ঝড়ের প্রভাব কমতে শুরু করলে বর্ষার গতিবিধি বোঝা যাবে।

সাধারণ ভাবে কেরলে বর্ষা ঢুকে পড়ার কথা ১ জুন। মৌসম ভবনের পূর্বাভাস মিললে দক্ষিণ ভারতে ৯ দিন দেরিতে বর্ষা ঢুকতে চলেছে।

আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও বর্ষা ঢুকবে। কবে বর্ষার অগ্রগতি হবে, তা নিয়ে একেবারেই স্পষ্ট নয়। আপাতত প্রবল গরমই সঙ্গী বঙ্গবাসীর। ১০ জুন পর্যন্ত ১৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাকি জেলায় ভ্যাপসা গরম। আরও গুমোট হবে রাত। দফারফা হবে ঘুমের।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাতে গরম একটুও কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।