কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করায় মৃত্য়ু হল এক শ্রমিকের। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেক শ্রমিক (Worker)। এদিকে, কারখানা থেকে বের হতে গিয়ে শ্রমিকেরা হুড়োহুড়ি করায় পদপিষ্ট হন অনেকে। ঘটনাটি ঘটেছে শনিবার, বিহারের (Bihar) হাজিপুরে। জানা গিয়েছে, একটি ডেয়ারি কারখানা থেকে অ্য়ামোনিয়া গ্যাস লিক (Ammonia Gas Leak) করে। তবে কী কারণে গ্য়াস লিক হয়েছে, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত পৌনে ১০টা নাগাদ বিহারের বৈশালি জেলার হাজিপুরে রাজ ফ্রেশ ডেয়ারি নামক একটি দুগ্ধজাত পণ্য উৎপাদন কারখানায় হঠাৎ অ্যামোনিয়া গ্যাস লিক করে। হঠাৎই কারখানার ভিতরে ঝাঁঝালো গ্যাসে ভরে যায়। গ্যাস লিক করার খবর চাউর হতেই কারখার ভিতরে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একসঙ্গে সকলে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতেই ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। পদপিষ্ট হয়ে আহত হন বেশ কিছু শ্রমিক। অ্যামোনিয়া গ্যাস লিক করার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পটনা পুলিশের কুইক রেসপন্স টিম।
আরও পড়ুন: Ram Mandir: মন্দিরের গর্ভগৃহে ১৪ জানুয়ারি রামলালার স্থাপন, মোদীকে আমন্ত্রণ জানাচ্ছে অযোধ্যা ট্রাস্ট
#WATCH | Hajipur, Bihar: One labour dead and around 30-35 others are undergoing treatment at Hajipur Sadar Hospital after a poisonous gas leaked from an ammonium cylinder in Raj Fresh Dairy in Vaishali district. The patients admitted are currently stable: Dr Shyam Nandan Prasad,… pic.twitter.com/c1cUNGnsrA
— ANI (@ANI) June 25, 2023
দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানা থেকে আশেপাশে প্রায় চার কিলোমিটার অবধি বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছিল। এরফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের মতো নানা সমস্যা দেখা যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষাক্ত গ্য়াস শরীরে মিশে যাওয়ায় কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাজিপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অসুস্থদের মধ্যে অধিকাংশই কারখানার আশেপাশের এলাকার বাসিন্দা বা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গ্যাস লিক হওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আরও পড়ুন: Kedarnath Temple Scam: কেদারনাথ মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে সোনা নাকি আসলে পিতল!