Fighter First Look: Hrithik Roshan shares his first look from Fighter, fans call it 'Top Gun copy'

Fighter First Look: সঙ্গী দীপিকা, ‘ফাইটার’ হৃতিকের লুক প্রকাশ্যে আসতেই উঠল টুকলির অভিযোগ

বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। প্রকাশ্যে এল তাঁদের আগামী ছবি ‘ফাইটার’-এর প্রথম পোস্টার (‘Fighter’ First Poster)। বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর।

‘ফাইটার’ ছবির পোস্টার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে বলিউডের ‘গ্রিক গড’ এবার তৈরি যুদ্ধক্ষেত্রে নামার জন্য। পরনে পাইলট জি-স্যুট ও গ্লাভস। ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে তিনি, আকাশের দিকে তাকিয়ে ছুঁয়ে রয়েছেন বিমানের একটি অংশ। এই পোস্টার শেয়ার করে তিনি লেখেন, ‘ফাইটার। ২৫ জানুয়ারি ২০২৪। ফাইটার মুক্তির ৭ মাস বাকি।’

আরও পড়ুন: Adipurush Controversy: ডুবেছে ব্যবসা, মাত্র ১৫০ টাকায় টিকিট দিয়ে ড্যামেজ কন্ট্রোল ‘আদিপুরুষ’ টিমের

হৃতিকের এই লুক দেখে বেশ উৎসাহী অভিনেতার অনুরাগীরা। সেই লুক নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ‘ফাইটার’-এর ফার্স্ট লুকে হৃতিককে এক ঝলক দেখলে ‘টপ গান: ম্যাভেরিক’-এ টম ক্রুজ়ের এয়ারফোর্সের ইউনিফর্ম পরা লুকের কথাই মনে পড়ে। সেই একই ফ্রেম, একই শারীরিক অভিব্যক্তি। শুধু অভিনেতা আলাদা।

পরিচালক সিদ্ধার্থের মতে দেশের প্রথম ‘এরিয়াল অ্যাকশন’ ছবি ‘ফাইটার’। ছবিতে থাকতে চলেছে একাধিক এরিয়াল স্টান্ট থাকছে বলেও জানিয়েছেন পরিচালক। শূন্যে মারামারি করার দৃশ্যে অভিনয় করার জন্য ছবির শুটিং শুরু হওয়ার বহু দিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন হৃতিক। ছবির চিত্রনাট্য অনুযায়ী দেশের একাধিক বিমানঘাঁটিতে শুটিং হয়েছে ছবির। অসমের তেজপুর বিমানঘাঁটি থেকে শুরু করে হায়দরাবাদের ডান্ডিগল বায়ুসেনা অ্যাকাডেমিতে শুটিং করেছেন হৃতিক। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি।

আরও পড়ুন: Bollywood News: এ বার সুহানার ছবিতে শাহরুখ! কবে বাবা-মেয়ে জুটিকে দেখা যাবে পর্দায়?