Amit Malviya: Karnataka Police book BJP IT cell head Amit Malviya for ‘false’ video on Rahul Gandhi

Amit Malviya: রাহুল গান্ধীকে নিয়ে ‘বিতর্কিত’ ট্যুইট, বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে FIR

রাহুল গান্ধীর বিরুদ্ধে ট্যুইটকে কেন্দ্র করে এবার এফআইআর দায়ের করা হল অমিত মালব্যর বিরুদ্ধে। বেঙ্গালুরুতে বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। কর্নাটকের কংগ্রেস নেতা রমেশ বাবু বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বেঙ্গালুরুতে।

গত ১৭ জুন বিজেপির আইটি সেল প্রধান টুইট করেন, “রাহুল গান্ধী বিপজ্জনক এবং একটি ছলনাময় খেলা চালাচ্ছেন।” একটি ব্যাঙ্গাত্বক কার্টুনের সঙ্গে ওই মন্তব্য করা হয়েছিল। এর বিরুদ্ধেই বেঙ্গালুরুতে এফআইআর দায়ের করেছেন কংগ্রেস (Congress) বিধায়ক রমেশ বাবু। এর প্রতিক্রিয়ায় বিজেপির দাবি করেছে যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। বিজেপি নেতা তেজস্বী সূর্য বলেন, “অমিত মালব্যের বিরুদ্ধে দায়ের করা এফআইআর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘আপত্তিকর’ বক্তব্যের জন্য আইপিসির ১৩৫এ এবং ৫০৫(২) ধারায় মামলা হয়েছে।” তেজস্বী যুক্তি দেন, “উভয় ধারাই গোষ্ঠীদ্বন্দ্বের উস্কানির সঙ্গে সম্পর্কিত। রাহুল গান্ধী কী? একজন ব্যক্তি বা একটি দল? নাকি একটি গোষ্ঠী? আমরা এর বিরুদ্ধে আদালতে যাব এবং ন্যায়বিচার নিশ্চিত করব।”

আরও পড়ুন: Gas Leak: কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত ১, অসুস্থ কমপক্ষে ৩৫

সঙ্গে সঙ্গে তার পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক এম খাড়গের দাবি, বিজেপি যখনই আইনের মুখে এসে পড়ে, তখনই কান্নাকাটি জুড়ে দেয়! তিনি বলেন, ‘‘বিজেপি যখনই আইনের প্যাঁচে পড়ে যায়, চোখ ফেটে জল আসে। কান্নাকাটি শুরু হয়ে যায়। সমস্যা হল, ওরা আইন মানে না। আমি বিজেপিকে প্রশ্ন করতে চাই, আচ্ছা বলুন তো, এফআইআরে কোন অংশটি আপনাদের রাজনৈতিক প্রতিহিংসা মনে হচ্ছে? আমরা কিন্তু যথাযথ আইনি পরামর্শ নেওয়ার পরেই অভিযোগ দায়ের করেছি।’’

কংগ্রেসের অভিযোগ, ঠিক একই কারণে বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে অন্য রাজনৈতিক নেতানেত্রীদের বিরুদ্ধে মামলা করা দস্তুরে পরিণত হয়েছে। কিন্তু যেই বিজেপি নিজে সেই ফাঁদে পা দিচ্ছে, তখনই রাজনৈতিক প্রতিহিংসা বলে চিৎকার করে কান্নাকাটি জুড়ে দিচ্ছে!

আরও পড়ুন: Karnataka: ভিন্‌জাতে প্রেম করায় মেয়েকে খুন বাবার, খবর পেয়ে ট্রেনের সামনে ঝাঁপ প্রেমিকের