একদিকে বেলাগাম মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসের….. সাধরণ সংসারে যখন আলু-সেদ্ধভাতের নিশ্চয়তা হারাতে চলেছে…. ঠিক তখন ব্যবসায়ী মানুষের পকেটে ফের আগুন ধরাল বাণিজ্যিক গ্যাসের দাম। বাড়ল হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৮৯৫ টাকা ৫০ পয়সা। গত মাসে ৮৫ টাকা কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম।
প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণত প্রতি মাসের ১ তারিখ জ্বালানির দাম আপডেট করে তেল সংস্থাগুলি। গত মাসেও অর্থাৎ ১ জুন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বৃদ্ধি হয়েছিল। তবে এ মাসের শুরুতে দেখা গেল অন্য চিত্র। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার অর্থাৎ ঘরোয়া সিলিন্ডার ও ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি।
আরও পড়ুন: Himachal Pradesh: বৃষ্টি-ধস-হড়পা বানে বিপর্যস্ত হিমাচলে মৃত ৬, মান্ডি-কুলু জাতীয় সড়কে ধস
নিত্যপ্রয়োজনীয় সবজিতে (Vegetable) যেন হাতই ছোঁয়ানো যাচ্ছে না। মাছ, মাংস, ডিমের পর এবার সবজির দামেও আগুন। কাঁচালঙ্কার দামের ঝাঁঝে চোখে জল। কেজি প্রতি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে লঙ্কা। কলকাতার চিত্রটিই যদি দেখা যায় তবে গড়িয়াহাট বাজারে সব সবজিরই দামই এখন একশোর আশেপাশে। ১০০ পেরিয়েছে বেগুন। টম্যাটো ১২০ টাকা কেজি। উচ্ছে, করলা, বরবটি ১০০ টাকা। ঢেঁড়শ, শশা, পটল সবই ৮০ টাকা কেজি। সব মিলিয়ে সবজির দাম প্রতিদিনই লাফিয়ে বাড়ছে।
তার মধ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ফের বাড়ায় বিশেষ করে ছোট ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। এর আগেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। ফের নতুন করে ১ জুলাই থেকে বাড়ানো হয়েছে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৯৫ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুন: Two goats : শরীরে যেন আরবিতে লেখা ‘আল্লাহ’, জোড়া ছাগলের দাম উঠল ৫১ লক্ষ