মঙ্গলবার দুপুরেই এল দুঃসংবাদ। খবর, লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন শাহরুখ খান। জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রেই অস্ত্রোপচার করা হয়েছে কিং খানের।
শাহরুখ বেশ কয়েক দিন ধরেই দেশের বাইরে রয়েছেন। লস অ্যাঞ্জেলেসে চলছিল শুটিং। যদিও কোন ছবির সেটে এমন দুর্ঘটনা ঘটে, তা জানা যায়নি। শাহরুখের ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা যাচ্ছে, সেটে আচমকা আঘাত পান শাহরুখ। নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। এক মুহূর্তও দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারও করা হয় অভিনেতার। আপাতত নাকে ব্যান্ডেজ লাগানো রয়েছে অভিনেতার।
প্রায় ৩১ বছরের দীর্ঘ কেরিয়ারে একাধিকবার চোট পেয়েছেন শাহরুখ। প্রতিবারই তাঁর অসুস্থতার খবর মন ভেঙে দিয়েছে তাঁর অনুরাগীদের। ২০১৭ সালেও তাঁকে একটি ছোট অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। রইস-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার পর হয় হাঁটুর অস্ত্রোপচার। ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষ হওয়ার পর কিং খান করিয়েছিলেন তাঁর অষ্টম অপারেশন। ২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্যও শাহরুখকে অপারেশন করতে হয়েছিল।
আরও পড়ুন: Subhahsree Ganguly: অন্তঃসত্ত্বা শুভশ্রী! দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন রাজ
চলতি বছরের শুরুতে, শাহরুখ খান পাঠান দিয়ে বড় পর্দায় একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, ছবিতে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি সবার কাছ থেকে অপ্রতিরোধ্য সাড়া পেয়েছিল এবং বক্স অফিসে প্রায় ১০০০ কোটি টাকা উপার্জন করেছে। শাহরুখ ভক্তেরা এই ছবির জন্য ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন অভিনেতাকে।
এরপর ২০২৩ সালেই শাহরুখ খানকে দেখা যাবে জওয়ানে। ছবিটি ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক গুঞ্জন তৈরি করেছে এবং অন্যতম আলোচনায় পরিণত হয়েছে৷ শাহরুখ খান, নয়নতারা এবং বিজয় সেতুপতি অভিনীত ছবির পরিচালনার দায়িত্বে অ্যাটলি। জওয়ান সিনেমার পর্দায় ঝড় তুলতে যে প্রস্তুত তা শাহরুখের লুকেই অনেকটা বোঝা যাচ্ছে।
আরও পড়ুন: Sreejita De: চুমুতে ভালবাসার অঙ্গীকার, চার্চে জার্মান প্রেমিকের সঙ্গে বিয়ে বাঙালি অভিনেত্রীর