Panchayat Election 2023: Liquor Shops Will Remain Closed During Panchayat Election 2023

Panchayat Election 2023: রাজ্যে এই ৫ দিন বন্ধ মদের দোকান! খুলবে না পানশালাও

সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! পঞ্চায়েত ভোটের জন্য জেলায় জেলায় বন্ধ থাকবে মদের দোকান, খোলা যাবে না পানশালাও। এমনকী হোটেল-রিসর্টে মদ পরিবেশনও বন্ধ রাখতে হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় এই নিয়ে নির্দেশিকা জারি হয়েছে।

আবগারি দফতরের কর্তারা বলছেন, নিয়ম মতোই ভোটের ৪৮ ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে মদ কেনাবেচা। সঙ্গে পুনর্নিবাচন হওয়ার দিন সেই এলাকায় বন্ধ থাকবে দোকান। পাশাপাশি ভোটের ফল ঘোষণার দিনেও বন্ধ থাকবে মদের দোকান। স্বাভাবিকভাবেই রাজ্যের প্রায় সমস্ত পর্যটনকেন্দ্রেই মদ কেনাবেচা বন্ধ থাকবে। সব মিলিয়ে প্রায় ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান।

আরও পড়ুন: Fake ration card: রাজ্যে প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল! আপনার কার্ড সুরক্ষিত তো?

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে নিয়ম মতো রাজ্য নির্বাচন কমিশন সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। জেলায় জেলায় আলাদা করে বিজ্ঞপ্তি জারি করেছে আবগারি দফতর। সেখানে জানানো হয়েছে, ৬ জুলাই বিকাল ৫টা থেকে ৮ জুলাই বিকাল ৫টা অবধি পঞ্চায়েত ভোট যে সমস্ত এলাকায় হচ্ছে সেখানে মদের দোকান বা পানশালা বন্ধ রাখতে হবে। এমনকী হোটেল-রেস্তরাঁতেও মদ বিক্রি করা যাবে না। ১১ জুলাই ফলঘোষণা করা হবে। ওই দিনও সুরা কেনাবেচা বন্ধ রাখতে হবে। অন্যদিকে, ১০ জুলাই পুনর্নিবাচন যে সব জায়গায় হবে, সেখানেও মদ বিক্রি বন্ধ থাকবে।

মূলত পঞ্চায়েত ভোট যে যে এলাকায় হচ্ছে সেখানে ওই দিনগুলি ড্রাই ডে হিসেবে ঘোষণা করা হচ্ছে। তবে কলকাতার ক্ষেত্রে মদ কেনাবেচায় কোনও সমস্যা নেই। খোলা থাকবে সমস্ত দোকানই-পানশালা।

আরও পড়ুন: Panchayat Election 2023: ভোটে লড়তে পারবেন না ভাঙড়ের ৮২জন ISF প্রার্থী, জোর ধাক্কা খেলেন নওশাদ