দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটক সহ দেশের বেশ কয়েকটি জায়গায় টমেটোর কেজি প্রতি দাম দেড়শো টাকা ছাড়িয়েছে। দাম অত্যধিক বাড়ায় দিল্লির ম্যাকডোনাল্ডসে টমেটোর সব আইটেম বাদ পড়ে। এরই মাঝে টমেটো ঠিক কতটা দামি তা ধরা পড়ল মধ্যপ্রদেশের অশোক নগরে।
শিবরাজ সিং চৌহানের রাজ্যের এক দোকানে স্মার্টফোন কিনলে বিশেষ অফারে টমেটো বিনামূল্যে দেওয়া হচ্ছে। মোবাইল কত দামের কিনছেন ক্রেতা, তার ওপর ঠিক করে দেওয়া হচ্ছে কতটা টমেটো বিনামূল্যে দেওয়া হবে।
আরও পড়ুন: Viral video: ১২ ফুট লম্বা বিষধর কেউটের মাথায় চুমু, কী হল তারপর…?
তবে নূন্যতম দু কেজি টমেটো সব ক্রেতারদেরই দেওয়া হচ্ছে। ‘মোবাইল কিনলে টমেটো ফ্রি’অফারে ক্রেতাদের ঢল পড়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে টমেটোর দাম তাঁদের কতটা চাপে রেখেছ।
এই স্কিম শুরু করার পর হোর্ডিং-ব্যানার লাগিয়ে প্রচারও করছেন ব্যবসায়ী। স্কিম শুরু হওয়ার পর দোকানে বিক্রিও বেড়েছে আগের থেকে অনেকটাই। তরুণ ব্যবসায়ীর এই কাণ্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। সকলেই ব্যবসায়ীর এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।
আরও পড়ুন: Viral Video: ছাদনাতলায় ‘হ্যাংলা’ বর! বিয়ে ছেড়ে টপাটপ মিষ্টি পুরলেন মুখে