Panchayat Election 2023: BJP president JP Nadda nominated four members fact finding committee to visit violence affected area in wb

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে ‘সন্ত্রাস’ খুঁজতে কমিটি বিজেপির, আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁরা রাজ্যে ঘুরে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। কেন্দ্রীয় বিজেপির তরফে একথা জানানো হয়েছে।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই রাজ্যে হিংসার অভিযোগ উঠেছে। ভোটের দিনও বেশ কিছু জায়গায় উঠেছে সন্ত্রাসের অভিযোগ। পশ্চিমবঙ্গে ভোট হিংসার বলি ৪১ জন। শনিবার, ভোটের দিন মারা গিয়েছেন ১৮ জন। যে সব জায়গায় হিংসা, খুনের অভিযোগ উঠেছে, সে সব জায়গা ঘুরে দেখবে এই তথ্যানুসন্ধান কমিটি। কমিটিতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিংহ, বিজেপি সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহ-সভাপতি তথা সাংসদ রেখা বর্মা।

আরও পড়ুন: Panchayat Election 2023: ভোটে লড়তে পারবেন না ভাঙড়ের ৮২জন ISF প্রার্থী, জোর ধাক্কা খেলেন নওশাদ

রাজ্যের শাসকদলের অভিযোগ, বেছে বেছে তৃণমূল কর্মীদের হত্যা করা হয়েছে। এমনকী, ভোটের পরও হিংসা চলছে। বিজেপির দুষ্কৃতীরা নিশানা করছে তৃণমূল নেতা-কর্মীদের। আবার কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও সরব হয়েছে রাজ্যের শাসকদল। বিরোধীরা সরব হয়েছে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে। সবমিলিয়ে ভূরি ভূরি অভিযোগ উঠেছে বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে। নির্বাচনের দিনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর সন্ত্রাসের অভিযোগের সত্যতা খুঁজতে বিজেপির তরফে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তারা।

সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের দিনই অর্থাৎ মঙ্গলবার বাংলায় আসছে বিজেপির প্রতিনিধি দল।এর বিরোধিতা করে তৃণমূল মুখপাত্র তথা রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, “মণিপুর তো জ্বলছে। সেখানে তো কোনও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না। বাংলার ৬১ হাজার বুথের মধ্যে গুটিকয়েক বুথে অশান্তি হয়েছে। সেটা নিয়ে বিরোধীরা প্রচার করতে চাইছে।”

আরও পড়ুন: Abhishek Banerjee: মিলল না ‘রক্ষাকবচ’, নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED, CBI