উত্তরবঙ্গ থেকে প্রকাশ চিক বরাইককে রাজ্যসভায় প্রার্থী করেছে তৃণমূল (TMC) । এবার প্রকাশের পালটা হিসেবে সেই উত্তরবঙ্গের দিকেই হাত বাড়াল বঙ্গ বিজেপি! আর সেই আবহেই বিজেপির বাজি হতে চলেছেন অনন্ত মহারাজ (Ananta Maharaj) । দীর্ঘদিন ধরেই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-এর প্রধান অনন্ত মহারাজ। কোচবিহারকে পৃথক রাজ্য হিসাবে মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার অনন্ত মহারাজের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অনন্তের চকচকার বাড়িতে যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নিশীথের কথা হয় বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, শাহের থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই অনন্তের সঙ্গে আলোচনায় বসেন নিশীথ। সাক্ষাৎ শেষে নিশীথ জানান, অনন্তকে রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানান মহারাজও।
BJP announces the candidatures of Babubhai Jesangbhai Desai (from Gujarat), Kesrivevsinh Zala (from Gujarat) and Ananta Maharaj (from West Bengal) for the forthcoming election to the Rajya Sabha. pic.twitter.com/C7T8BRFNLr
— ANI (@ANI) July 12, 2023
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পর্ব মেটার পরেই আগামী ২৪ জুলাই বাংলার সাত রাজ্যসভা আসনে হতে চলেছে নির্বাচন। তার জন্য ইতিমধ্যেই ৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। সেই ৬ জনের মধ্যে রয়েছেন ডেকের ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় এবং দোলা সেন। বাকি ৩টি আসনে নতুন মুখ নিয়ে এসেছে রাজ্যের শাসকদল। তাঁরা হলেন সাকেত গোখলে, সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক।
অনন্ত মহারাজকে এর আগে কখনও বিজেপিকে আবার কখনও তৃণমূলকে নিজের হাতে রাখার চেষ্টা করতে দেখা গিয়েছে। তবে কোচবিহারের পাশাপাশি লাগোয়া অসমেও তাঁর ভালো প্রভাব আছে। সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা আছে বলে জানা যায়। ১৯ এর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদহ কেন্দ্রটি বাদে উত্তরবঙ্গের বাকি সবকটি লোকসভা আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু ২১ এর বিধানসভা ভোটেই দেখা গিয়েছিল উত্তরবঙ্গে তাদের সেই গড়ে অল্প অল্প ফাটল ধরছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে সেই ফাটল দিয়েই হু হু করে ঢুকতে শুরু করেছে জল। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের কোনও আসনকেই আর একেবারে নিশ্চিত বলে ধরার সাহস দেখাতে পারছে না গেরুয়া শিবির। তাই সেখানকার বিধায়ক-সংসদরা অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর পক্ষে। কারণ সকলেরই পাখির চোখ রাজবংশী ভোট। এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় সাংসদ পাঠাতে পারবে বিজেপি। সেখানে অনন্ত মহারাজকে বেছে নিলে রাজবংশী ভোট পুরোপুরি তাঁদের দিকে চলে আসবে বলে আশা।
আরও পড়ুন: Panchayat Election Result 2023 : কথা রাখল না কুসুম্বা, মমতার মামার বাড়ির গ্রামেই জয় বিজেপির
কিন্তু এই সমীকরণটাই গলার কাঁটা হয়ে উঠছে বিজেপির দক্ষিণবঙ্গের বিধায়ক-সাংসদদের। কারণ এই অনন্ত মহারাজ অর এর আগে অসংখ্যবার ‘বঙ্গভঙ্গের’ দাবিতে সোচ্চার হয়েছেন। কিছুদিন আগেও তিনি উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার পক্ষে জোরদার সওয়াল করেন। ফলে তাঁকে রাজ্যসভায় পাঠালে তৃণমূল ও বামেরা বিজেপিকে বঙ্গভঙ্গের মদদানকারী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করতে পারে। তাতে উত্তরবঙ্গে লাভ হলেও আগামী লোকসভা ভোটে দক্ষিণবঙ্গে পুরোপুরি মুখ থুবড়ে পড়তে পারে গেরুয়া শিবির। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণবঙ্গের এক বিজেপি বিধায়ক এই প্রসঙ্গে বলেন, ওনাকে রাজ্যসভায় পাঠালে ২৪-এ দক্ষিণবঙ্গে বিজেপির আর কোনও আশা থাকবে না। এমনকি এই সিদ্ধান্তের পর দক্ষিণবঙ্গের নেতাকর্মীদের একাংশের মধ্যে দলত্যাগের প্রবণতা বাড়তে পারে বলে তার আশঙ্কা।
আরও পড়ুন: GST Rate: অনলাইন গেম, ক্যাসিনো এবং ঘোড়দৌড়ে ২৮% কর, ছাড় ক্যানসারের ওষুধে