সকাল থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছে .যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের ছবি। বহু দিন ধরে তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শক। মাঝে অবশ্য একটি মিউজ়িক ভিডিয়োয় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু তার পর কেটে গিয়েছে বেশ খানিকটা সময়। এখন আবার সম্প্রচার শুরু হয়েছে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের। এর মাঝেই এক ফ্রেমে দেখা গেল যশ এবং মধুমিতাকে। তাঁদের দেখে আবারও উত্তেজিত দর্শক। তবে কি নতুন কোনও কাজের ইঙ্গিত?
সদ্য নিজের প্রযোজনা সংস্থা তৈরি করেছেন যশ এবং নুসরত জাহান। তাই জল্পনা আরও তুঙ্গে। অনেকেরই প্রশ্ন, তবে কি যশের প্রযোজনা সংস্থার নতুন নায়িকা মধুমিতা? চারিদিকে ছড়িয়ে পড়েছে নায়ক নায়িকার ছবি। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু জানতে পারা যায়নি। টলিপাড়ার অন্দরে ফিসফাস, মধুমিতা নাকি যশের সঙ্গে জুটি বাঁধার জন্য খুবই আগ্রহী। যদিও যশ এবং নুসরত প্রযোজিত প্রথম সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন তাঁরাই। তা হলে কি পরের কোনও ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের? সকলের মনে একটাই প্রশ্ন। তবে নায়ক-নায়িকার থেকে মেলেনি কোনও জবাব।
আরও পড়ুন: Rabindranath Tagore: অনুপম সৌভাগ্য! কবিগুরুর বেশে এ কোন অভিনেতা
অন্যদিকে, মাসখানেক ধরেই যদিও শোনা যাচ্ছিল যে বলিউডে কাজ করতে চলেছেন মধুমিতা, তবে যতক্ষণ না সিলমোহর পড়ছে, ততক্ষণ নায়িকা এই বিষয়ে মুখে কুলুপই এঁটেছিলেন। এবার জানা গেল, ‘ফর্জ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন মধুমিতা সরকার। বিপরীতে ‘হ্যান্ডসাম’ নায়ক। তনুজ ভিরওয়ানি। জনপ্রিয় অভিনেত্রী রতি অগ্নিহোত্রীর ছেলে। বেশ কয়েকটা সিরিজ, সিনেমা করে ফেলেছেন ইতিমধ্যেই। সানি লিওনির বিপরীতে ‘ইনসাইড এজ’-এও অভিনয় করেছেন তনুজ। এবার সেই নায়কের সঙ্গেই হিন্দি ছবি ‘ফর্জ’-এ জুটি বাঁধছেন মধুমিতা সরকার।
উল্লেখ্য, ‘ফর্জ’ হিন্দি সিনেমা হলেও পরিচালক কিন্তু বাঙালি। প্রীতম মুখোপাধ্যায়। কেমন গল্প? এপ্রসঙ্গে অভিনেত্রী জানান, “কমেডি ঘরানার হলেও ইমোশনাল টাচ রয়েছে। ছবিতে একজন সরপঞ্চজীর মেয়ে আমি। বিহারের প্রেক্ষাপটে এক প্রেমের গল্প। তবে নায়ক নায়িকার প্রেমে বাঁধা হয়ে দাঁড়াবে জাঁদরেল বাবা।” যেহেতু বিহারের প্রেক্ষাপটে গল্প তাই এই ছবির সংলাপে বিহারি, ভোজপুরী ভাষার ছোঁয়া রয়েছে। আর সেই ভাষা শেথার জন্যই মধুমিতা আপাতত চিন্তায় রয়েছেন। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। আগস্ট মাসের মাঝামাঝি শুরু হবে শুটিং। বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার বিভিন্ন লোকশনে শুটিং হওয়ার কথা।
আরও পড়ুন: Tejas: ‘কঙ্গনা কথা রাখেনি, ঠকিয়েছে’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপি নেতার