পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ফলপ্রকাশের এতদিন পরও দিকে দিকে উদ্ধার হচ্ছে ব্যালট পেপার। রাজ্যের বিভিন্ন জেলায় কখনও গণনাকেন্দ্রের বাইরে, কখনও জঙ্গলে, কখনও আবার জলাশয়ের ধারেও উদ্ধার হচ্ছে জনরায় দেওয়া ব্যালট। এবার পুকুরে মাছ ধরতে গিয়ে সেই পেপার উঠে এল মৎস্যজীবীদের জালে! বসিরহাটের হাসনাবাদ (Hasnabad) এলাকার ঘটনায় চোখ ছানাবড়া জেলেদের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, এদিন সকালে পাটলিখানপুর গ্রামের একটি পুকুরে মাছ ধরা হচ্ছিল। জলে জাল ফেলতেই তা মুহূর্তেই ভারী হয়ে ওঠে। সকলে ভাবেন মাছ পড়েছে। মাছ ভেবে ধীরে ধীরে জাল টেনে ডাঙায় তোলা হয়। কিন্তু, তারপরের দৃশ্য দেখে চোখ ছানাবড়া হয়ে যায় সুবহান গাজী নামে এক জেলের। দেখা যায় তাঁর জালে মাছ নয়, জড়িয়ে আছে গুচ্ছ গুচ্ছ ব্য়ালট পেপার। খবর চাউর হতেই ওই এলাকায় রীতিমতো ভিড় জমে যায়।
আরও পড়ুন: Panchayat Election Result 2023 : কথা রাখল না কুসুম্বা, মমতার মামার বাড়ির গ্রামেই জয় বিজেপির
সঙ্গে সঙ্গে এলাকাবাসীদের খবর দেন। তারাই এসে বাকি ব্যালট গুলি উদ্ধার করেন। ভোট মিটে যাওয়ার ১ সপ্তাহ পর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার পুকুর থেকে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ভোটের দিন এলাকা থেকে শাসক ও বিরোধী দল উভয়ই একাধিক সন্ত্রাসের অভিযোগ একে অপরের বিরুদ্ধে তুলেছিল। এবার সেই জায়গা থেকেই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার উদ্ধার হল পুকুর থেকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলায় একাধিক জায়গায় পঞ্চায়েত নির্বাচনের দিন অশান্তি হয়। উত্তর ২৪ পরগনা জেলায় ৬৬টি জেলা পরিষদ আসনের মধ্যে সবকটি আসনই দখল করেছে রাজ্যের শাসক দল। ২০১৮ সালেও পঞ্চায়েত নির্বাচনেও একাধিপত্য প্রভাব বিস্তার করেছিল তৃণমূল কংগ্রেস। ২২টি পঞ্চায়েত সমিতি, ১১৯টি গ্রাম পঞ্চায়েত থাকে তৃণমূলের দখলে।
আরও পড়ুন: BJP Worker: স্ত্রী হেরে যাওয়ায় বাবার উপর রাগ, মালদহে বিজেপি কর্মীকে খুনে অভিযুক্ত ছেলে