মণীশ মালহোত্রার তারকাখচিত ফ্যাশন শো-য়ে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন, মুকেশ অম্বানির মতো তারকারা। হাজির ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাটও। মঞ্চে একসঙ্গে রণবীর ও আলিয়া র্যাম্পে হাঁটলেও, দীপিকা ছিলেন দর্শকাসনে। সেখানেই মুকেশ অম্বানিকে দেখামাত্রই সৌজন্য বিনিময় করতে দেখা যায় বলিউডের এই প্রথম সারির নায়িকাকে। জড়িয়ে ধরেন মুকেশকে।(Deepika Padukone gives Mukesh Ambani a long hug) পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকার শাশুড়ি মা অর্থাৎ রণবীর সিংয়ের মা অঞ্জু ভবানী। মুহূর্ত ভিডিয়ো আকারে বন্দী হয় ফটোশিকারিদের কাছে।
তারপরেই একের পর এক মিম ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুকেশের সঙ্গে দীপিকার একপ্রস্থ কথাবার্তাও হয়। ওদিকে আবার তাঁদের কথোপকথন শেষ হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন অঞ্জু। নেটিজেনদের রসিক মন্তব্য, “মুকেশের কত সৌভাগ্য”। কেউ কেউ আবার শাশুড়ির মুখভঙ্গি নিয়ে বানিয়েছেন মজার মিম।
ন্যায্য পারিশ্রমিক ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের বিরুদ্ধে গত মে মাস থেকে আন্দোলন শুরু করেছেন হলিউডের চিত্র নাট্যকার ও লেখকরা। আন্দোলনে সামিল হয়েছেন হলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীও। মার্কিন মুলুকের ‘রাইটার্স গিল্ড অফ আমেরিকা’, ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড – আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ সংগঠনগুলির সম্মিলিত প্রায় দেড় লক্ষ সদস্য ধর্মঘটের ডাক দিয়েছেন। ভারতীয়-মার্কিন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও কয়েকদিন আগেই আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও এই ধর্মঘটকে সমর্থন জানানোর জন্য আগামী শুক্রবার ‘কমিক-কন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে সূত্রে জানা গিয়েছে।
আগামী শুক্রবার সান দিয়েগোর কমিক-কন অনুষ্ঠানে প্রথম ভারতীয় ছবি হিসেবে দীপিকা-প্রভাস অভিনীত ‘প্রজেক্ট কে’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার কথা ছিল। তবে হলিউডের লেখক, চিত্র নাট্যকার ও অভিনেতাদের ধর্মঘটের জন্য তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও বর্তমানে ছবির নির্মাতারা জানিয়েছেন, সমস্যার কোনও কারণ নেই। পরিকল্পনা মতোই কমিক কন অনুষ্ঠানেই প্রকাশ পাবে ‘প্রজেক্ট কে’ ছবির প্রথম ঝলক। তবে সূত্রের খবর, হলিউডের ওই ধর্মঘটকে সমর্থন জানাতে কমিক-কন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ছবির অন্যতম প্রধান অভিনেত্রী দীপিকা।