বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স)-র আক্রমণাত্মক মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ধন্যবাদ’ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকের পরে রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদীর মন্তব্য সম্পর্কে প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হয় ‘ইন্ডিয়া’ নামটা ওঁর পছন্দ হয়েছে। গ্রহণ করেছেন।’’
মঙ্গলবার বিকালে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর মোদীর মন্তব্য নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মমতা বলেন,”আমার মনে হয় ইন্ডিয়া নামটা ওনার পছন্দ হয়েছে। গ্রহণ করেছেন। মানুষও গ্রহণ করেছে। আসলে তোমরা (সাংবাদিকরা) বারবার প্রশ্ন করো, ওনাকে তো কিছু বলতে হবে। তাই হয়তো বলেছেন। “
বিরোধী জোটকে প্রধানমন্ত্রী যেভাবে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা করেছেন, সেটাকে যে তিনি বিশেষ পাত্তা দিচ্ছেন না সেটাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “ভারতীর দল যখন খেলতে নামে তখন সবাই ইন্ডিয়া, ইন্ডিয়া বলে। কেউ কি ইন্ডিয়া মুজাহিদিন বলে?” তৃণমূল নেত্রী বলেন, “ইন্ডিয়া (INDIA) নামের সঙ্গে যুক্ত করে ওরা যত বাজে কথা বলবে তত মনে হবে যে নামটা ওনাদের পছন্দ হয়েছে। “
আরও পড়ুন: Panchayat Election 2023: প্রচুর আসনে ফের পঞ্চায়েত ভোট! ফলপ্রকাশের পরেই বড় ঘোষণা নির্বাচন কমিশনের
“Thank you to Prime Minister @narendramodi. I believe he is impressed with the name – INDIA.” – Smt. @MamataOfficial
India is our motherland. The more @BJP4India leaders link hateful words to the name, the more we’ll assume that they’re impressed by it.#INDIAforMANIPUR pic.twitter.com/mXTq51rCJW
— All India Trinamool Congress (@AITCofficial) July 25, 2023
সোমবার সকালে সংসদ ভবনে বিজেপি সংসদীয় দলের বৈঠক মোদী নিষিদ্ধ দুই কট্টরপন্থী গোষ্ঠী ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ এবং ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র সঙ্গে ‘ইন্ডিয়া’র তুলনা টানেন। সেই সঙ্গে তোলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র প্রসঙ্গও। তিনটি ক্ষেত্রেই ‘ইন্ডিয়া’ নাম রয়েছে বলে জানিয়ে বিরোধীদের কটাক্ষ করেন তিনি। বৈঠক শেষের পরে মোদীর ওই মন্তব্য সংবাদমাধ্যমকে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। ঘটনাচক্রে, গত ১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠকে ঘোষিত ‘ইন্ডিয়া’ নামটি মমতার দেওয়া বলেই সূত্রের খবর।
বিজেপি সংসদীয় দলের বৈঠকে মোদীর ওই মন্তব্যের জবাবে মঙ্গলবার দুপুরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, ‘‘শ্রীযুক্ত মোদী, আপনি যে নামেই আমাদের ডাকুন, আমরা ‘ইন্ডিয়া’। আমরা মণিপুরের ক্ষত প্রশমন করতে, প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মুছতে সহায়তা করব। আমরা মানুষের মধ্যে শান্তি এবং ভালবাসা ফিরিয়ে আনব। আমরা মণিপুরে ভারতীয়ত্বের চেতনা পুনর্নির্মাণ করব।’’