ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব। আর পরে তা পরিণত হয়ে প্রেমে। এরপর প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বড় শাস্তি পেতে হল প্রেমিকাকে। হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবকের সঙ্গে আলাপ হয় তরুণীর। ২৯ জুন তরুণীকে গুরুগ্রামের একটি হোটেলে দেখা করতে ডাকেন যুবক। তরুণীর দাবি, যুবকের কথামতো হোটেলে গিয়ে তিনি দেখেন ঘরে যুবকের সঙ্গে এক অপরিচিত ব্যক্তি রয়েছেন। তরুণীর অভিযোগ, অপরিচিত ব্যক্তিকে নিজের বন্ধু হিসাবে পরিচয় দিয়েছিলেন ওই যুবক।
আরও পড়ুন: Manipur: প্রকাশ্যে আরও এক মণিপুরি বিভীষিকা, ২ বোনকে গণধর্ষণ করে খুন ইম্ফলে
তরুণীর আরও অভিযোগ, হোটেলে যাওয়ার পর তাঁকে কিছু খাবার খেতে বলেন দুই অভিযুক্ত। ওই খাবার খাওয়ার পরেই অচেতন হয়ে যান তিনি। তরুণীর দাবি, অচেতন অবস্থায় থাকাকালীন দু’জন মিলে তাঁকে ধর্ষণ করেন। এমনকি সম্পূর্ণ ঘটনার ভিডিয়োও করেন তাঁরা। ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে ভয় দেখান দুই যুবক।
থানায় গিয়ে পুলিশকে ওই তরুণী জানান, ঘটনার পর হোটেল থেকে তিনি ভয়ে বাড়ি ফিরে যান। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হয়েছে ২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। সেক্টর ৫০ পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সাপেক্ষে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: Supreme Court: শীর্ষ কোর্ট বলেছিল ‘অবৈধ’, ইডি প্রধান হিসাবে সেই সঞ্জয়ের মেয়াদবৃদ্ধি চাইল কেন্দ্র