এবার স্মার্টওয়াচকে পিছনে ফেলতে বাজারে এসে গিয়েছে স্মার্ট রিং। কয়েকদিন আগে boAt কোম্পানি তাদের প্রথম স্মার্ট রিং চালু করেছে, যা স্বাস্থ্যের খেয়াল রাখে। এখন Noise কোম্পানিটিও এই তালিকায় নাম লিখিয়ে ফেলল। কোম্পানিটি তার প্রথম ফাইটার-জেট গ্রেড টাইটানিয়াম বডি সহ Noise Luna স্মার্ট রিং চালু করেছে। এটি ফিলিপস বায়োসেন্সিং-এ কাজ করবে বলে জানিয়েছে কোম্পানি।
এই মুহূর্তে নয়েজ কোম্পানি তার নতুন প্রোডাক্ট মানে নয়েজ লুনা স্মার্ট রিংয়ের দাম সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে তারা এটি কেনার জন্য ‘নয়েজ পাস’ (Noise Pass) নামক একটি বিকল্প চালু করেছে, যার দাম ২,০০০ টাকা। এই পাসটি কিনলে নতুন স্মার্ট রিংটি খরিদ করার সময় ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আগ্রহীরা এটি সাতটি সাইজ এবং পাঁচটি রঙে কিনতে পারবেন।
আরও পড়ুন: WhatsApp: ভিডিও কলের সময় করা যাবে স্ক্রিন শেয়ার, নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
নয়েজ লুনা নামক স্মার্ট রিং বা আধুনিক আংটিটি খুব হালকা এবং ৩ মিমি পাতলা ডিজাইন বহন করে। এটিতে উপাদান হিসেবে ফাইটার জেট গ্রেটের টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে। এরই সাথে স্মার্ট রিংটিতে আছে হীরার মতো আবরণ, যার কারণে এটিতে স্ক্র্যাচপ্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোটেকশন মিলবে। বলে রাখি, নয়েজ লুনার ভেতরে ইনফ্রারেড সেন্সর আছে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পিপিজি (PPG) সেন্সর, টেম্পারেচর সেন্সর, থ্রি-অ্যাক্সিস অ্যাক্সিলোমিটার, চার্জিং পিন ইত্যাদি।
নয়েজ লুনা রিং ইউজারের হার্ট রেট ট্র্যাক করবে, এতে আছে রক্তে অক্সিজেনের মাত্রা মাপক SpO2 সেন্সরও। এটি প্রতি মুহূর্তে জ্বর সংক্রান্ত এবং অন্যান্য শরীর সম্বন্ধিত বিষয়ে আপডেট দেবে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত নয়েজ লুনার জন্য ফিলিপস (Phillips) কোম্পানির সাথে হাত মিলিয়েছে। এটি, ব্লুটুথ লো এনার্জি (BLE 5) সাপোর্ট এবং ৭ দিনের ব্যাকআপ অফার করবে।
আরও পড়ুন: WhatsApp-Smartwatch: কব্জিতেই চ্যাট! শিখে নিন স্মার্টওয়াচে WhatsApp ইনস্টল করার সহজ পদ্ধতি