হস্টেলের আবাসিক অথবা পেয়িং গেস্টে হিসেবে থাকতে গেলে এবার থেকে গুনতে হবে মোটা টাকা। মাসিক ভাড়ার সঙ্গে গুনতে হবে ১২ শতাংশ পণ্য ও পরিষেবা করও। দুই পৃথক মামলায় এমনই রায় দিল অথরিটি অফ অ্যাডভান্স রুলিং-এর (AAR) বেঙ্গালুরু বেঞ্চ।
জিএসটি সংক্রান্ত দু’টি পৃথক মামলার ভিত্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, হস্টেল ভাড়া জিএসটি ছাড়ের যোগ্য নয়। আরও বলা হয়েছে, শুধুমাত্র আবাসিক বাসস্থানের ভাড়াই জিএসটি ছাড়ের যোগ্য হতে পারে। উল্লেখ্য, ২০২২ সালের ১৮ জুলাই থেকে ১০০০ টাকা পর্যন্ত দৈনিক ভাড়ার হোটেল, ইন বা গেস্ট হাউসের ক্ষেত্রে জিএসটি-তে ছাড় তুলে দেওয়া হয়েছিল। এএআরের নয়া সিদ্ধান্তে এবার হস্টেল ভাড়ার ক্ষেত্রেও ১২ শতাংশ জিএসটি ধার্য হল।
আরও পড়ুন: WBJEE Result 2023 : প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, একনজরে টপ টেন
কর্নাটকের সংস্থা শ্রীসাই লাকজুরিয়াস স্টে এলএলপি-র তরফে বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়েছিল। ওই সংস্থা পেয়িং গেস্ট পরিষেবা দেয় এবং হস্টেল চালায়। তাদের দাবি ছিল, আবাসনের মতোই ভাড়ায় নেওয়া হয় তাদের হস্টেল। পেয়িং গেস্ট হিসেবে থাকেন অনেকে। সে ক্ষেত্রে আবাসনের মতোই GST থেকে ছাড় দেওয়া উচিত তাদের হস্টেল এবং পেয়িং গেস্ট পরিষেবাগুলিকে। কিন্তু তাদের যুক্তি খারিজ করে দেয় AAR.
বেঙ্গালুরু-সহ (Bengaluru) গোটা দেশের বিভিন্ন শহরে অসংখ্য পড়ুয়া হস্টেল কিংবা পিজিতে থাকে পড়াশোনা করেন। কর্ণাটক এএআর বেঞ্চের নয়া সিদ্ধান্তে অস্বস্তি বাড়বে তাঁদের। কারণ এবার থেকে অনেকটাই বেশি ভাড়া গুনতে হবে। ফলে ছাত্রদের সার্বিক শিক্ষা সংক্রান্ত খরচও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: Primary Teachers Recruitment: ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপ্রিম স্থগিতাদেশ, নতুন নিয়োগ এখনই নয়