জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ইউক্রেনীয় গায়িকা উমা শান্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুণে পুলিশ। অভিযোগ, রবিবার রাতে নিজেদের ব্যান্ডের অনুষ্ঠান চলাকালীন দর্শকদের দিকে তেরঙ্গা ছুড়ে দেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।
গত রবিবার পুনের মুন্ডওয়ার এলাকার একটি ক্লাবে কনসার্টে অংশ নেয় উমার ব্যান্ড Shanti People। সেখানেই মঞ্চে ভারতের জাতীয় পতাকা হাতে গান গাইছিলেন ইউক্রেনের ওই সংগীত শিল্পী। হঠাৎ করেই পতাকাটি দর্শকদের দিকে ছুঁড়ে দেন তিনি। উমার এহেন আচরণ ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়।
পুলিশ সূত্রে খবর, উমার বিরুদ্ধে কোরেগাঁও পার্ক থানায় এফআইআর করে হাবিলদার তানাজি দেশমুখ। ওই থানার সিনিয়র ইনস্পেক্টর বিষ্ণু তমহানে সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, উমা ছাড়াও এফআইআরে নাম রয়েছে ওই অনুষ্ঠানের উদ্যোক্তা কার্তিক মোরের। ওই দু’জনের বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশ অ্যাক্টের ১১০ ধারা এবং প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্টের ২ ধারার আওতায় অভিযোগ করা হয়েছে। যদিও এখনও পযন্ত অভিযুক্ত উমা বা কার্তিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়নি।
Popular Ukrainian singer Uma Shanti has been booked for insulting India’s national flag during a performance at a club in Pune’s Mundhwa on Sunday night.
A video of the incident, where Shanti danced with tricolour flags in both hands and then tossed them into the crowd, went… pic.twitter.com/zeJPWCRrlU
— Pune City Life (@PuneCityLife) August 15, 2023
আরও পড়ুন: Unacademy: ‘সবকিছুর নাম পাল্টানো অশিক্ষিত রাজনীতিবিদকে ভোট দেবেন না’, ভাইরাল অনলাইন ক্লাসের ভিডিও
এই ইস্যুতে বুধবার সংবাদমাধ্যমের কাছে মুখ খোলে পুনে পুলিশ। এক আধিকারিকের কথায়, “যেখানে কনসার্ট হয়েছিল, সেখানকার CCTV ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এছাড়া সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপিংগুলিও আমরা খুঁটিয়ে পর্যবেক্ষণ করছি।” ইউক্রেনের ওই সংগীত শিল্পীকে তলব করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
‘শান্তি পিপ্ল’ নামে কিভের একটি ব্যান্ডের প্রধান গায়িকা নিজেকে উমা শান্তি হিসাবে পরিচয় দেন। বেদমন্ত্রের সঙ্গে ইলেকট্রনিক ডান্স মিউজ়িকের সংমিশ্রণে তৈরি তাঁদের সঙ্গীতের লাখো ভক্ত রয়েছে। সপ্তাহখানেক আগে ওই দল নিয়ে ভারতে পা রাখেন উমা। ইতিমধ্যে বেঙ্গালুরু এবং ভোপালে অনুষ্ঠানও করেছেন। এর পরই মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠান করতে আসেন উমা। গত বছরের অক্টোবরেও এই ক্লাবে অনুষ্ঠান করেছেন তিনি।
আরও পড়ুন: RPF Firing: মুসলিম মহিলাকে গান পয়েন্টে শাসানি, বল ‘জয় মাতা দি’!’ RPF গুলিকাণ্ডে নয়া মোড়