Nehru Museum: Congress' "P For Petty" Jab As Nehru Museum Renamed

Nehru Museum: স্বাধীনতা দিবসে বদলে গেল নেহরু সংগ্রহশালার নাম! ভয় পাচ্ছেন মোদী, তোপ কংগ্রেসের

নয়াদিল্লির তিন মূর্তি ভবনের ‘নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি (এনএমএমএল) সোসাইটি’-র নাম আনুষ্ঠানিক ভাবে বদল করল নরেন্দ্র মোদী সরকার। বুধবার ভারত সরকারের অধীন ওই স্বশাসিত প্রতিষ্ঠানটির পরিচালন সমিতির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এ বার থেকে এনএমএমএল-এর পরিচিতি হবে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার সোসাইটি’ (প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি বা পিএমএলএল সোসাইটি) নামে।’’

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুমোদন করে সংস্থার পরিচালন সমিতি ৭৭তম স্বাধীনতা দিবসের আগে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদন করেছে বলে জানিয়েছেন নৃপেন্দ্র। বলেন, ‘‘১৪ অগস্ট থেকে নতুন নামকরণ কার্যকর হয়েছে।’’ প্রসঙ্গত, জওহরলাল নেহরুর মৃত্যুর পরে তাঁর বাসভবন তিন মূর্তি ভবন সংরক্ষণের ভার হাতে নিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। পরে নেহরু সংগ্রহশালা এবং গবেষণার কেন্দ্র হয়ে ওঠে তা। মোদী ক্ষমতায় আসার পরে দেশের সমস্ত প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে একটি স্মারক গড়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ঠিক হয়, তিন মূর্তি ভবনে হবে সেটি।

আরও পড়ুন: Narendra Modi: লালকেল্লায় চব্বিশের ভোট প্রচারের প্রস্তুতি মোদীর, ভাষণে জোর কীসে?

এই নেহরু মিউজিয়ামের নাম বদল নিয়েই ক্ষোভ কংগ্রেসের। জয়রাম রমেশ বলছেন,”বিশ্বখ্যাত নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম বদলে প্রাইম মিনিস্টারস মোমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি করা হল। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক ভয়, নিরাপত্তাহীনতা। আমাদের প্রথম ও সবথেকে দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ওঁর অনেক সমস্যা। নেহরু ও তাঁর উত্তরাধিকারীদের অপমান করার কোনও সুযোগ ছাড়েন না। এন সরিয়ে পি বসিয়ে দিয়েছেন। এই পি-এর অর্থ হল সংকীর্ণ মানসিকতা ও অবজ্ঞা (Pettiness এবং Peeve)।”

গত জুন মাসে নেহরু সংগ্রহশালার নাম বদলের কথা প্রথম জানিয়েছিল কেন্দ্র। সোসাইটির সহ-সভাপতি রাজনাথ সিংহের উপস্থিতিতে পরিচালন সমিতির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।  সে সময় মোদী সরকারের সমালোচনা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে টুইটারে লেখেন, ‘‘নেহরু সংগ্রহশালার নাম বদলে দিয়ে আধুনিক ভারতের রূপকার এবং গণতন্ত্রের অভিভাবক পণ্ডিত জওহরলাল নেহরুকে খাটো করা যাবে না।’’

আরও পড়ুন: Indian Flag Controversy: ছুঁড়ে ফেললেন তেরঙ্গা, ইউক্রেনীয় গায়িকার বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ