Murshidabad: Blast in Murshidabad ICDS Centre

Murshidabad: সাতসকালে তীব্র বিস্ফোরণ, উড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ

সাত সকালে বিস্ফোরণের তীব্রতায় মুর্শিদাবাদ (Murshidabad) রঘুনাথগঞ্জের আইসিডিএস সেন্টারের ছাদ। রবিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। কোথা থেকে এল বিস্ফোরক? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরেই কি বিস্ফোরক মজুত করা হচ্ছিল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, আইসিডিএস সেন্টারটির মূল ভবনটি বন্ধ থাকলেও বাইরে শিশুদের পড়াশোনা চলে। আজ বিকট শব্দে ফেটে যায় বোমা। আশপাশের লোকজন ছুটে এসে দেখেন গোটা এলাকাটি ধোঁয়ায় ঢেকে গিয়েছে। পাশাপাশি উড়ে গিয়েছে সেন্টারের ছাদ। খবর যায় পুলিশে। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে।

আরও পড়ুন: West Bengal Assembly : রাজ্য বিধানসভার আসন বেড়ে হতে পারে ৪২২, তৈরি হবে নয়া ভবনও

এ দিকে, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সিপিএম এবং তৃণমূলের মধ্যে একে অপরকে দোষারোপের পালা চলছে। কিন্তু এর মধ্যেও অস্বীকার করা যায় না আজ ছুটির দিন বলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। অন্যদিন হলে হয়ত মারাত্মক ক্ষতি হয়ে যেত। কারণ ভিতরে ক্লাস না চললেও বাইরে শিশুদের ক্লাস হয়। সেই কারণে নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে।

পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। কীভাবে তীব্র বিস্ফোরণ হল? আগে থেকে বিস্ফোরক মজুত ছিল কি না? কে বা কারা কী উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করেছিল, সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Dumdum: স্ত্রী – মেয়েকে খুন করে রেল লাইনে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী, মধ্যমগ্রামে ধড়-মুণ্ড আলাদা দেহ উদ্ধার