Viral Video: Spanish football federation president kisses World Cup star, sparks outrage among netizens

Viral Video: বিশ্বজয়ের পরই মহিলা ফুটবলারের ঠোঁটে-ঠোঁটে স্প্যানিশ ফেডারেশন প্রেসিডেন্টের, ভাইরাল সেই ‘কিস’সা

মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন (Spain)। আর বিতর্কে জড়ালেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস (Luis Rubiales)। বিশ্বজয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস স্পেনের মিডফিল্ডার জেনি হারমোসোর (Jenni Hermoso) ঠোঁটে চুম্বন করেন। এমন চুম্বন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তে।

মহিলাদের বিশ্বকাপ (FIFA Women’s World Cup 2023) পেয়েছে নতুন চ্যাম্পিয়ন দেশ। ফিফা-র শোপিস ইভেন্টের নবম সংস্করণের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বাজিমাত করেছে স্পেন (England vs Spain)। গত রবিবার সিডনির অলিম্পিক স্টেডিয়ামে (Sydney Olympic Stadium) ম্যাচের একমাত্র গোলটি আসে স্পেনের ক্যাপ্টেন ওলগা কারমোনার (Olga Carmona) পা থেকে। আর তাঁর গোলেই বিশ্বকাপের রং হয়ে গেল লাল।

এই ঐতিহাসিক রাতে নিজেকে আর ধরে রাখতে পারলেন না স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লুইস রুবিয়ালেস (Luis Rubiales)। পুরস্কারমঞ্চে তিনি সটান জাপটে ধরেন তাঁর দেশের স্ট্রাইকার জেনি হারমোসোকে (Jenni Hermoso) সটান জাপটে ধরেন। তারপর ফুটবলারের মাথা টেনে নিয়ে ঠোঁটে-ঠোঁট রেখে চুমুতে ভরান সভাপতি। চুমুর ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। দেদারে হয়েছে শেয়ার।

আরও পড়ুন: Yuvraj Singh: যুবরাজের পরিবারকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার চেষ্টা, গ্রেফতার মহিলা

তবে ঠোটে চুমু দেওয়ার ঘটনা ভালো লাগেনি স্প্যানিশ মিডফিল্ডারের। তবে বিষয়টি স্বাভাবিকভাবে নিয়ে জেনিফার বলেন, ‘আমি এটি উপভোগ করিনি। তবে এটি ছিল স্নেহ প্রদর্শনের জন্য স্বাভাবিক আলিঙ্গন। বিশ্বকাপের মতো এত বড় একটি অর্জনের আনন্দ থেকেই এমনটা হয়েছে। সভাপতির সঙ্গে আমার এবং দলের সবারই দুর্দান্ত সম্পর্ক। আমাদের সবার সঙ্গে তার আচরণ অসামান্য এবং এটি আসলেই স্নেহ এবং কৃতজ্ঞতার একটি স্বাভাবিক বহিঃপ্রকাশ ছিল মাত্র।’

এ নিয়ে স্পেন ফুটবল প্রধান বলেন, ‘সবখানেই ইডিয়ট আছে। যখন দুজন মানুষের কোনো গুরুত্ব ছাড়াই স্নেহপূর্ণ মুহূর্ত থাকে, তখন আমরা নির্বোধদের কথায় কান দিতে পারি না। আমরা চ্যাম্পিয়ন, আমি এটা নিয়েই আছি। আমরা ট্রফি জেতার জন্য অনেক পরিশ্রম করেছি। আপনারা জানেন কয়েক মাস আগেও আমাদের দলের মধ্যে (খেলোয়াড় বিদ্রোহ) অস্থিরতা ছিল। শেষ পর্যন্ত আমরা পরিশ্রমের ফল পেয়েছি।’

আরও পড়ুন: Cricket: দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত, শাস্তির মুখে জোড়া বিশ্বকাপজয়ী তারকা