স্বামী, সংসার ফেলে চার সন্তান নিয়ে প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে এসে হইচই ফেলে দিয়েছিলেন সীমা হায়দার। এবার সামনে এল ভারত ও বাংলাদেশের ‘প্রেম কাহিনি’। কিন্তু এই কাহিনিতে রয়েছে টুইস্ট। নিজের কোলের বাচ্চাকে সঙ্গে করে ভারতীয় স্বামীকে খুঁজতে এসেছেন বাংলাদেশি মহিলা সোনিয়া আখতার।
গত আটদিন ধরে সন্তানকে নিয়ে নয়ডায় রয়েছেন সোনিয়া। তিনি জানান, সৌরভকান্ত তিওয়ারি নামের এক যুবক কর্মসূত্রে বাংলাদেশে গিয়েছিলেন। সেখানেই সোনিয়ার সঙ্গে আলাপ। ধীরে ধীরে যা বদলে যায় প্রেমে। বছর তিনেক আগে মুসলিম মতে বিয়েও করেন সোনিয়া ও সৌরভ। এমনকী নিজের ভালবাসার জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেন তিনি। বিয়ের পর সৌরভ জানান, ভারতে তাঁর কিছু কাজ রয়েছে। সেসব সেরেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও তিনি ফেরেননি।
আরও পড়ুন: Nehru Museum: স্বাধীনতা দিবসে বদলে গেল নেহরু সংগ্রহশালার নাম! ভয় পাচ্ছেন মোদী, তোপ কংগ্রেসের
সৌরভের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন সোনিয়া। কিন্তু কোনও মোবাইল নম্বরেই ফোন করে তাঁকে পাওয়া যায়নি। স্বামী কোনও সমস্যায় নাকি তাঁর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, বুঝে উঠতে পারেন না সোনিয়া। এরই মধ্যে সামনে আসে সীমা হায়দার ও শচীনের প্রেমের ঘটনা। তা দেখে অনুপ্রাণিত হয়েই ভিসা নিয়ে ভারতে চলে আসেন সোনিয়া।
পুলিশ গোটা ঘটনাটি নারী ও শিশু সুরক্ষা দফতরের কাছে পাঠিয়েছে। এদিকে মহিলার দাবি, ভারতেও এক ইন্ডিয়ান মহিলাকে বিয়ে করেছেন ওই যুবক। তাদেরও সন্তান রয়েছে। পুলিশ ওই মহিলার দাবি যাচাই করে দেখছে। স্থানীয় পুলিশ পিটিআইকে জানিয়েছে, ওই মহিলা টুরিস্ট ভিসা নিয়ে এসেছেন। ওই যুবক ভারতের কোনও বেসরকারি সংস্থায় কাজ করেন। তার খোঁজ করা হচ্ছে। ওই মহিলার সমস্ত দাবি মিলিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Chandrayaan-3: চাঁদের পথে আর এক ধাপ চন্দ্রযান ৩-এর, তবে অবতরণের আগের ২০ মিনিট নিয়ে চিন্তা