পুলিশের আবাসন থেকে এক ট্রাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার। কাশীপুরের কাছে সেকেন্ড ব্যাটেলিয়নের আবাসনের ঘরে মিলেছে দেহ। আবাসনের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
সৌরভ দত্ত নামে ওই ট্রাফিক সার্জেন্ট, ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত। সৌরভের স্ত্রী এবং সন্তানও রয়েছে। শুক্রবার সকালে থানায় কাজে যোগদান করেননি সৌরভ। এর পর তাঁক সঙ্গে ফোনে যোগাযোগ করা শুরু করেন সহকর্মীরা। ফোন বেজে গেলেও ধরেনি কেউ। এর পর কয়েকজন পুলিশ কর্মী কলকাতা পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়নের আবাসনে সৌরভের কোয়ার্টারে গিয়ে ডাকাডাকি করেন।
সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। দেখতে পান ছাদের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন ওই সার্জেন।সম্প্রতি সমাজমাধ্যমে বেশ কিছু পোস্ট করেছিলেন ওই সার্জেন্ট। বেশ কয়েকটি পোস্টে তাঁর ‘হতাশা’ ধরা পড়েছে বলে খবর।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন সৌরভ। তবে কেন তিনি আত্মঘাতী হলেন তা স্পষ্ট নয়। পেশাগত সমস্যা, না পারিবারিক বিবাদ, কী কারণে আত্মঘাতী হলেন এই পুলিশকর্মী তা জানার চেষ্টা করছে কাশীপুর থানা।
আরও পড়ুন: Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে এবার দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব, চলতি মাসেই হাজিরার নির্দেশ