লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে ছাড়পত্র দিল নরেন্দ্র মোদী সরকার। সেপ্টেম্বরে শিল্প টানতে স্পেন ও দুবাই যেতে চান বলে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন মমতা(Mamata Banerjee) । বুধবার বিদেশ মন্ত্রকের তরফে তার অনুমতি মিলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর আগে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরের মমতার আবেদন খারিজ করেছিল কেন্দ্র।
শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফরে ছাড়পত্র দিল বিদেশ মন্ত্রক (Union Foreign Ministry) । বৃহস্পতিবার এবং শুক্রবার মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ বৈঠকের জন্য মমতা মুম্বইয়ে রয়েছেন। প্রশাসনিক সূত্রের খবর, তার ঠিক আগে, বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সম্মতি পেয়েছে নবান্ন। সফরসূচি অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রওনা হবেন স্পেনের উদ্দেশে। তার পর দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর।
এর আগে মিশনারিস অফ চ্যারিটি-র আমন্ত্রণে রোমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গাপুর এবং লন্ডনেও এই ধরনের সফর সেরেছেন তিনি। কিন্তু মাঝে তাঁর শিকাগো ও চিন সফরের বিষয়ে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। তখন তা নিয়ে ‘রাজনীতির’ অভিযোগ তুলেছিল তৃণমূল৷ এবারেও ‘ছাড়পত্র’ নিয়ে টানাপড়েনের ‘আশঙ্কা’ করেছিল তারা৷ তবে, শেষমেশ মিলল কাঙ্ক্ষিত অনুমতি৷
স্পেন সফরে মমতার সঙ্গে যেতে চান দলের মুখপাত্র কুণাল ঘোষ। অনুমতি নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এদিকে কুণাল ঘোষের এই সফর ঘিরে আপত্তি তুলেছে সিবিআই। কেন এই আপত্তি, তা জানতে চেয়ে হলফনামা চেয়েছে আদালত। আগামী ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।