উৎসবের মরশুম শুরু হতেই কেনাকাটা বাড়ছে। অনলাইন শপিংয়ের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে ই-কমার্স সংস্থাগুলিতে। সেকারণে ১ লাখ অস্থায়ী কর্মী নিয়োগের কথা জানালো ফ্লিপকার্ট। সংস্থার একাধিক পদে কাজে লাগানো হবে তাঁদের।
ফুলফিলমেন্ট সেন্টার অর্থাৎ, যেখানে মাল প্যাকিং করা হয়, সর্টেশন সেন্টার বা বাছাই কেন্দ্র এবং ডেলিভারি হাব-সহ বিভিন্ন ক্ষেত্র জুড়ে এই ১ লক্ষ নতুন কাজের সুযোগ তৈরি হবে বলে আশা করছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা সাপ্লাই চেইন, কাস্টমার এক্সপেরিয়েন্স এবং রিকমার্স বিভাগের প্রধান, হেমন্ত বদ্রি বলেছেন, “দ্য বিগ বিলিয়ন ডেইজের লক্ষ্য হল, ব্যবসা বৃদ্ধির পাশাপাশি ভারতের জন্য উদ্ভাবনী ব্যবস্থা তৈরি এবং ই-কমর্স ইকোসিস্টেমকে প্রভাবিত করা। এই উদ্যোগের ফলে, লক্ষ লক্ষ নতুন গ্রাহক ই-কমার্সের সুবিধা ভোগ করেন। তাঁদের মধ্যে অনেকেই থাকেন, যাঁরা প্রথমবার ই-কমার্স সাইট ব্যবহার করেন। বিগ বিলিয়ন ডেইজের সময় আমাদেরকে সক্ষমতা, স্টোরেজ ক্ষমতা, প্লেসমেন্ট, বাছাই, প্যাকেজিং, মানব সম্পদ, প্রশিক্ষণ, ডেলিভারি এবং সমগ্র সাপ্লাই চেইনের উপর নজিরবিহীন চাপ পড়ে।” এই সমস্যার সমাধানেই অস্থায়ীভাবে নিয়োগের পথে হাঁটতে চলেছে সংস্থা।
আরও পড়ুন: Primary Teachers Recruitment: ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপ্রিম স্থগিতাদেশ, নতুন নিয়োগ এখনই নয়
সেপ্টম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ই-কমার্স সংস্থাগুলির উপর ব্যাপক চাপ তৈরি হয়। একদিকে বিভিন্ন উৎসবের কেনাকাট অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ডেলিভারি সব মিলিয়ে নাভিশ্বাস ওঠে সংস্থার কর্মীদের। পাশাপাশি বিগ বিলিয়ন ডে-র মতো বিশেষ দিনে কেনাকাটার পরিমাণ আরও বাড়ে।
প্রসঙ্গত বিগ বিলিয়ন ডে-তে, ফ্লিপকার্ট অধিকাংশ শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্যের দামে বড় মাপের ছাড় দেয়। হেমন্ত বদ্রির মতে, চলতি বছরে, সংস্থা কিরণ ডেলিভারি প্রকল্পের মাধ্যমে ৪০ শতাংশের বেশি চালান সরবরাহ করার পরিকল্পনা করেছে।
আরও পড়ুন: ISRO: মাধ্যমিক পাশেই চাকরি ISRO-তে! সঙ্গে মোটা বেতন