ICC World cup 2023: India Squad for ICC ODI World Cup 2023 Announcement : Rohit Captain and Pandya Vice-captain; Rahul, Shreyas, Suryakumar Included

ICC World cup 2023: বিশ্বকাপের দল ঘোষণা, রোহিত অধিনায়ক, হার্দিক সহকারী, ১৫ জনের দলে কারা?

দেশের মাটিতে বিশ্বজয়ের লক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল বিসিসিআই। মঙ্গলবার নির্বাচক প্রধান অজিত আগরকর ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে রয়েছেন ৪ পেসার এবং ৩ স্পিনার।

নির্বাচকরা ঠিক করেই রেখেছিলেন এশিয়া কাপে পাক ম্যাচ দেখার পর বিশ্বকাপের দল বাছা হবে। সেই মতো প্রধান নির্বাচক অজিত আগরকরও উড়ে যান শ্রীলঙ্কায়। সূত্রের খবর, শনিবার ভারত-পাক ম্যাচ বাতিল হওয়ার পর রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানেই বেছে নেন ১৫ সদস্যের দল। এটা অবশ্য প্রাথমিক দল। ভারত চাইলে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে বদল আনতে পারে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলিকে। সেই মতো দল ঘোষণা করল ভারত।

আরও পড়ুন: Crime News: ক্রিকেটার পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকাকে মারধর, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

১৫ জনের দলে রয়েছেন পাঁচ জন ব্যাটার, দু’জন উইকেটরক্ষক-ব্যাটার, চার জন অলরাউন্ডার, তিন জন জোরে বোলার এবং এক জন স্পিনার। ব্যাটার হিসাবে রোহিত ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব। দুই উইকেটরক্ষক-ব্যাটার রাহুল এবং ঈশান কিশন। চার জন অলরাউন্ডার হলেন হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং শার্দূল ঠাকুর। তিন জন জোরে বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। স্পিনার কুলদীপ যাদব। এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণকে।

আরও পড়ুন: Gautam Gambhir: কোহলির স্লোগান শুনেই দেখালেন মধ্যমা, ফের বিতর্কে গম্ভীর