সিএএ বা নাগরিকপঞ্জি আইন কার্যকর করা নিয়ে বরাবরই বেসুরো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি ক্ষেত্রে আধার সংযোগ করা নিয়েও তিনি সোচ্চার হয়েছেন৷ কেন্দ্রীয় সরকারের নিত্যনতুন নির্দেশে রাজ্যবাসী ক্লান্ত বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। তাই এবার রাজ্যের প্রতিটি পরিবারের জন্য একটি করে নির্দিষ্ট পরিচিতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার৷ এই নয়া পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের পথ মসৃণ করে তোলাই সরকারের লক্ষ্য৷ প্রত্যেক পরিবারের জন্য ওই নির্দিষ্ট পরিচিতি পৃথক তথ্যভান্ডার গড়ে তুলতে সাহায্য করবে।
আসলে এই বিশেষ আইডি হবে তথ্যভাণ্ডার । যেমন আধার কার্ডে একজন ব্যক্তি সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যায়, রাজ্যবাসীর জন্য তৈরি বিশেষ আইডিতে থাকবে গোটা একটা পরিবারের তথ্য । পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য, তাঁদের কে কোন সরকারি পরিষেবার সুবিধা পান ইত্যাদি বিষয়গুলি ।
আরও পড়ুন: Sutapa Chowdhury: ৩৮৩ পাতার চার্জশিট! সুতপা খুনে দোষী সাব্যস্ত সুশান্ত
জানা গিয়েছে, যেসব পরিবার সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাঁদেরই এই ইউনিক আইডি কার্ড দেবে রাজ্যসরকার । তবে, অন্যদেরও ফেরাবে না সরকার ।
কী সুবিধা রয়েছে কার্ডের ? এই কার্ড চালু হলে সরকারি পরিষেবা পাওয়ার জন্য পরিবারের প্রত্যেক সদস্যদের আলাদা আলাদা নথি জমা দিতে হবে না । একটা কার্ডেই সব তথ্য থাকলে, আলাদা কাগজপত্রের প্রয়োজন পড়বে না । এতে সময়ও বাঁচবে অনেকটা ।
আধার কার্ডের সঙ্গে এই পৃথক পরিচিতির কিন্তু কোনও সংঘাত নেই৷ এই ব্যবস্থা চালু করার আগে রাজ্যের সর্বত্র সমীক্ষা চালানো হবে। তারপরেই পরিবারভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলা হবে।
আরও পড়ুন: Cattle Smuggling Case: বাংলা থেকে দিল্লিতে চলে গেল গরু পাচার মামলা, চাপ বাড়ল অনুব্রতর