জি২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সংবাদ সংস্থা এএনআইকে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী সুনক জানিয়েছেন, তিন দিনের সফরে ভারতের কিছু মন্দিরও তিনি দর্শন করবেন। তাঁর কাছে ধর্মবিশ্বাস গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন সুনক।
স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরেই তিনি নামেন দিল্লি বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। ভারতের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঋষি ও তাঁর স্ত্রীকে ‘জয় শ্রীরাম’ বলে অভ্যর্থনা জানালেন তিনি (Union Minister welcomed Rishi Sunak)। ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেও ঋষি সুনক ভারতের ছেলে। তাঁর পরিবার থাকে এদেশেই। তিনি নারায়ণ মূর্তির জামাইও বটে। তাই ভারতের সঙ্গে ঋষির নাড়ির টান অনেক পুরনো। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারতে এলেন ঋষি।
আরও পড়ুন: LPG Price: ভোটের আগে কমল রান্নার গ্যাসের দাম, বাড়ছে না সিলিন্ডার সংখ্যা
সুনক বলেন, ‘‘আমি এক জন গর্বিত হিন্দু। সে ভাবেই বড় হয়েছি। আমি সে রকমই রয়েছি। পরের ক’দিন এখানে থাকার সময় আশা করি কয়েকটি মন্দির দর্শন করতে পারব।’’
বিমানবন্দরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে উপহার তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister welcomed Rishi Sunak)। সেই উপহার সামগ্রীর মধ্যে ছিল রুদ্রাক্ষের মালা, ভগবত গীতা, ও হনুমান চালিশা। ঋষি সুনককে ‘জয় শ্রীরাম’ বলে অভ্যর্থনা জানানো নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। তাদের কথায়, আন্তর্জাতিক সম্মেলনকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। যা একেবারেই কাম্য নয়। তবে পদ্ম শিবিরের বক্তব্য, ভারতের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সম্পর্ক অনেকদিনের। সেই কথা মাথায় রেখেই এমন অভ্যর্থনা জানানো হয়েছে ঋষি সুনককে।
আরও পড়ুন: G 20 Summit: জি ২০ বৈঠকের আগে মোদীর মুখোমুখি বাইডেন! প্রতিরক্ষা, প্রযুক্তি সহ আর কী নিয়ে কথা