Howrah: Parents allegedly beaten school teachers inside teacher’s room in howrah

Howrah: ভাগ্নেকে কান ধরে ওঠবোস! স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মার মামা ও তাঁর বন্ধুদের

ক্লাসে ছাত্রকে শাস্তি দেওয়ায় শিক্ষকদেরই বেধড়ক মারধর ছাত্রের বাড়ির লোকজনের। ঘটনাটি হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে। এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা।

জানা গিয়েছে, সোমবার দশম শ্রেণির ‘বি’ বিভাগের (সেকশন) ইংরেজি ক্লাস চলছিল। ক্লাস নিচ্ছিলেন ইংরেজির শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। অভিযোগ, এক ছাত্র ক্লাস চলাকালীন গণ্ডগোল করতে থাকে। এতে অন্যান্য ছাত্রদেরও অসুবিধা হচ্ছিল। তারা শিক্ষকের কাছে অভিযোগ জানায়। এরপর শাস্তি দিতে ওই ইংরেজি শিক্ষক তাকে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু সে বাইরে দাঁড়িয়েছিল। শেষে প্রসেনজিৎবাবু তাকে ভিতরে ডেকে কানমলা দিয়ে ওঠবোস করতে বলেন। শিক্ষকের কথা মেনে ছেলেটি ওঠবোস করে।

আরও পড়ুন: WB Student Scheme: অ্যাকাউন্টে ১০ হাজার টাকা! শিক্ষক দিবসে পড়ুয়াদের উপহার মমতার, কারা পাবেন?

এরপরই টিফিন চলাকালীন শিক্ষক রুমে হঠাৎই চড়াও হয় ছাত্রের আত্মীয়-সহ চারজন স্থানীয় বাসিন্দা। সঙ্গে ছিল ছাত্রটিও। সেই ইংরাজি শিক্ষককে চিনিয়ে দেয়। এরপর প্রসেনজিৎ বিশ্বাস-সহ অন্য়ান্য় শিক্ষকদের উপর চড়াও হয় ছাত্রটির পরিবারের সদস্যরা। বেধড়ক কিল, চড় এবং ঘুসি মারতে থাকে। বাধা দিতে এসে আহত হন শিক্ষকরা। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই মারধরের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়

এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা। এর প্রেক্ষিতে শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার খবর চাউর হতেই তীব্র প্রতিবাদ করেন অভিভাবকেরা এবং প্রাক্তন ছাত্ররা। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে আছেন ছাত্রের মামা এবং মামার বন্ধু। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবারই ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: Mamata Banerjee Cabinet : মন্ত্রিসভায় রদবদল, দফতর হারালেন বাবুল; নতুন দায়িত্বে কারা?