‘..ও অন্ত হ্যায় তো মে কাল হুঁ…/ ও তীর হ্যায় তো ম্যায় ঢাল হুঁ…/ হাম পুন্য-পাপ সে পারে, চিতা সে ও হাতিয়ার হুঁ…/ জো না টলে ও স্রাপ হুঁ…/ ম্যায় তুমহারা বাপ হুঁ…।..’ জওয়ান ছবির নতুন প্রোমোয় শাহরুখ খানের এই সংলাপে মাত নেট দুনিয়া। ফিল্ম থেকে শাহরুখের দুর্দান্ত অ্যাকশন সিনগুলিকে নিয়েই তৈরি করা হয়েছে এই প্রোমো। সেই ভিডিও শেয়ার করে শাহরুখের ক্যাপশন দিয়েছেন, ‘বাপ রে বাপ! এখন আর থামব না, চলতে দিন।’
আর শাহরুখ খানের এই সংলাপের সঙ্গে বিশেষ যোগ রয়েছে বাঙালি কন্যা ঋতাভরী চক্রবর্তীর। জওয়ান ছবির টপ টু বটম লাইন লিখেছেন সুমিত অরোরা। আর তাঁর সঙ্গে বসেই মাথা খাটিয়ে তীব্র হিট হওয়া লাইন গুলোতে প্রাণ দিয়েছেন ঋতাভরী। একথা আজ নিজেই প্রকাশ্যে এনেছেন তিনি…সেই প্রোমো শেয়ার করে লিখলেন…“আমি ধন্য যে এই সুন্দর সংলাপগুলি লেখার সৌভাগ্য হয়েছে আমার। শাহরুখের স্যারের জন্যই সবকিছু। অবশ্যই আমার সঙ্গে ছিল, ছবির সংলাপ দাতা সুমিত। আমি দেখেছি সুমিতকে তাঁর জীবনের সবটা দিয়ে দিতে। এমন একজন মানুষের জন্য গোটা দুবছর ধরে সুমিত কাজ করেছে যাকে আমরা সকলে ভালবাসি। সুমিতকে শাহরুখ স্যারের বাড়ির সদস্য হতে দেখেছি। তোমায় নিয়ে গর্ব হয় আমার।”
আরও পড়ুন: Hollywood: যৌন হেনস্থার অভিযোগ, চলচ্চিত্র উৎসবে গিয়ে গ্রেফতার তারকা
কিন্তু, ঋতাভরীর সুযোগ হল কী করে? অভিনেত্রী জানান…“আমায় সুমিত হঠাৎ করেই একদিন একটা ব্রিফ দিল। এবং একঘন্টার মধ্যেই একটা কবিতা, ছন্দ মিলিয়ে বানিয়ে ফেললাম। তারপর? শাহরুখ যখন সেটা ফোনে তাঁর দরাজ গলায় শোনালেন, আমার জীবনের সবথেকে ম্যাজিকাল মুহূর্ত তৈরি হয়ে গেল। অনেক ধন্যবাদ সুমিত, আমায় এই সুযোগটা করে দেওয়ার জন্য। জওয়ানের ঢেউয়ে আমায় সামিল করার জন্য ধন্যবাদ।”
তবে, টুইস্ট রয়েছে এখানেই। ঋতাভরী হয় শুধু কাজ করেছেন এমনটা নয়। বরং কিং খানের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। শাহরুখ, নাকি সকলের সামনেই বলেছেন, ছবির সংলাপদাতার নাম হিসেবে ঋতাভরী সুমিতের থেকে অনেক সুন্দর!
আরও পড়ুন: Saheb Chatterjee: ৩ দিনেই সব শেষ! ডেঙ্গিতে বোনকে হারালেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়