Honey Bafna: Bengali serial actor Honey Bafna got injured and had 20 stiches

Honey Bafna: গুরুতর দুর্ঘটনার মুখে হানি বাফনা, পড়ল কুড়িটা সেলাই

গুরুতর জখম হানি বাফনা। রক্তারক্তি কাণ্ড। হাতে পড়েছে ২০টা সেলাই। এই মুহূর্তে সান বাংলার ‘শ্যামা’ সিরিয়ালে তাঁকে দেখছিলেন দর্শক। সূত্র বলছে, বাড়িতেই ঘটেছে এই ঘটনা।

এই মুহূর্তে সান বাংলার শ্যামা ধারাবাহিকে অভিনয় করছেন হানি বাফনা। সদ্যই শুরু হয়েছে এই ধারবাহিক, অভিনেত্রী টুম্পা ঘোষের বিপরীতে অভিনয় করছেন তিনি। তবে দুর্ঘটনার পর আপাতত শ্যুটিং করার মতো পরিস্থিতিতে নেই অভিনেতা। শোনা যাচ্ছে, হাতে কাচ ঢুকে গিয়ে বেশ বাড়াবাড়িই হয়েছে। এমনিতেই সিরিয়ালে অভিনয় করলে প্রতি দিন প্রায় ১৪ঘণ্টা শুটিং করতে হয়। ফলে কাজ থেকে ছুটি পাওয়াও বেশ কঠিন। মাসে একটা ছুটি। নতুন সিরিয়াল শুরু হওয়ার পরেই এই কাণ্ড। হানির দুর্ঘটনার খবরে চিন্তিত অনেকেই।

আরও পড়ুন: Shah Rukh Khan: মেয়েকে নিয়ে তিরুপতি মন্দিরে শাহরুখ! অ্যাটলির মায়ের পা ছুঁয়ে প্রণাম

এক সংবাদ মাধ্যমকে হানি বাফনা বলেন, ‘মঙ্গলবার বাড়িতে ঘটনাটা ঘটেছে। মা লফট থেকে একটা জিনিস আমায় নামাতে বলেছিলেন। আমি একটা চেয়ারে উঠে সেটা নামাচ্ছিলাম। এরপর ব্য়ালেন্স হারিয়ে আমি পড়ে যাই, পিছনে কাচের টেবিল ছিল। আমার হাতটা সেখানেই পড়ে। তাতেই আমার হাতটা ক্ষতবিক্ষত হয়ে যায়। ২০টা সেলাই পড়েছে। আমার হাতের ছবি দেখলে যে কেউ শিউরে উঠবেন। একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে যোগাযোগ করি। উনি অস্ত্রোপচার করাতে বলেছেন। ডান হাতের শিরা এবং মাংসপেশীর একটা অংশ ছিড়ে গিয়েছে। শুক্রবারই অস্ত্রোপচার হবে একটি বেসরকারি হাসপাতালে।’

হানি জানিয়েছেন, কোনওভাবেই এই মুহূর্তে শুটিংয়ে যেতে পারবেন না তিনি। কবে থেকে যেতে পারবেন তা এখনই বলতে পারছেন না তিনি।

আরও পড়ুন: Jawan: শাহরুখের মুখে ঋতাভরীর লেখা সংলাপ! জওয়ানে কাজের অভিজ্ঞতা ভাগ অভিনেত্রীর