গৌরব-ঋদ্ধিমার পরিবারে নতুন সদস্যের আগমন। ঋদ্ধিমা ঘোষের (Ridhima Ghosh) কোল আলো করে এল ফুটফুটে পুত্রসন্তান।
দিনকয়েক আগে দেখা গিয়েছে সাধের অনুষ্ঠান হয়েছে জ-মজমাটভাবে ঋদ্ধিমার। গৌরব বলেছিলেন, এই আয়োজন দুই বাড়ির বাবারা মিলে করেছেন। ঋদ্ধিমারর মায়ের অভাব কোনওভাবেই তাঁকে বুঝতে দিতে নারাজ সকলেই। শুধু তাই নয়, এই গোটা জার্নিতে ঋদ্ধিমাকে রীতিমতো আগলে রেখেছিল গৌরব।
আরও পড়ুন: Ruplekha Mitra: নুসরতের পর ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি-র তলব আরও এক নায়িকাকে! কে তিনি?
বাচ্চা হওয়ার আগে বিভিন্ন ফটোশ্যুট করতেও দেখা গিয়েছে গৌরব-ঋদ্ধিমাকে। নানা পোশাকে নানা স্টাইলে ছবি তুলেছেন। আর ক্যাপশনে লিখেছেন ‘বেবি কামিং সুন’। অর্থাৎ, খুব তাড়াতাড়ি সে আসছে। সকলেই একইভাবে প্রতীক্ষায় ছিলেন এই বিশেষ মুহূর্তের। ভক্তেরাও জানতে চেয়েছেন কবে আসছে নতুন অতিথি। তবে সুখবর যেমন নিজেরা সবাইকে দিয়েছে, তেমনই ছেলে-মেয়ে যাই হোক সেই খবরও তারা সক্কলকে জানাবেন বলেছিলেন।
শনিবারই এল সুখবর। কোল আলো করে পুত্রসন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা। সূত্রের খবর, মা-সন্তান দু’জনেই ভালো আছেন।খুশি দাদু ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী।
আরও পড়ুন: Honey Bafna: গুরুতর দুর্ঘটনার মুখে হানি বাফনা, পড়ল কুড়িটা সেলাই