Rahul Gandhi dons 'Coolie' attire to meet railway porters at Anand Vihar ISBT in Delhi

Rahul Gandhi: গায়ে লাল উর্দি- ব্যাজ নম্বর ৭৫৬! এ বার কুলি অবতারে রাহুল

বৃহস্পতিবার সকালে সকলকে চমকে দিয়ে দিল্লির আনন্দবিহার রেল স্টেশনে পৌঁছলেন কংগ্রেসের ওয়েনাদের সাংসদ রাহুল গান্ধী। তাঁর পরনে এদিন ছিল রেল স্টশনে কুলিদের মতো লাল রঙের ইউনিফর্ম। শুধু তাই নয়, হাতে ছিল ব্যাজও।

রাহুল গান্ধী স্টেশনে কর্মরত পোর্টারদের মধ্যে বসে তাঁদের কাজের ধরন ও সমস্যা বোঝার চেষ্টা করেন। স্টেশন চত্বরে কুলিদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন রাহুল। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় তাঁকে মাথায় একটি নীল রঙের ব্যাগ তুলে নিতেও দেখা গেছে। আর সেই দৃশ্য দেখে জনতার মধ্যে থেকে রব ওঠে ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’। পরে কংগ্রেসের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখা হয়, “জননেতা রাহুল দিল্লির আনন্দ বিহার স্টেশনে কুলিদের সঙ্গে দেখা করেছেন। সেখানে গিয়ে তিনি কুলি এবং মালবাহকদের কথা শোনেন। ভারত জোড়ো যাত্রা এখনও চলছে।”

আরও পড়ুন: Joint Rally of INDIA: শুরুতেই হোঁচট ইন্ডিয়া শিবিরে, স্থগিত প্রথম যৌথ সমাবেশ

মানুষের সঙ্গে কথা বলে কিংবা বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে জনসংযোগ করতে রাহুলকে আগেও দেখা গিয়েছে। জুন মাসে দিল্লির করোল বাগ এলাকার একটি গ্যারাজে মিস্ত্রিদের সঙ্গে বসে বাইক সারাতে দেখা গিয়েছিল তাঁকে। কংগ্রেসের টুইটার হ্যান্ডলে রাহুলের জনসংযোগ কর্মসূচির যে ছবিগুলি টুইট করা হয়েছে, তাতে হাতে স্ক্রু ড্রাইভার-সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে বসে থাকা রাহুলকে দেখে পুরোদস্তুর ‘মিস্ত্রি’ বলেই মনে হচ্ছিল। পরে রাহুল নিজেও ফেসবুকে তাঁর এই গ্যারাজ-সফরের ছবি পোস্ট করেন।

এর আগেও একাধিক বার সাধারণ মানুষ, শ্রমিক কিংবা কৃষকের সঙ্গে কথা বলে জনসংযোগ করতে দেখা গিয়েছে রাহুলকে। তাঁর সাম্প্রতিক আমেরিকা সফরে রাহুল ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ট্রাকে সফর করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালকেরা দৈনন্দিন কী কী সমস্যায় পড়েন, তা নিয়ে রাহুল কথা বলেন ওই ট্রাকচালকের সঙ্গে। একই ভাবে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত ট্রাকে করে গিয়েও ভারতীয় ট্রাকচালকদের সমস্যা বোঝার চেষ্টা করেন তিনি। আবার কর্নাটকে ভোটপ্রচারে গিয়ে অ্যাপভিত্তিক স্কুটারেও সওয়ার হতে দেখা গিয়েছিল রাহুলকে।

আরও পড়ুন: India-Canada Conflict: খালিস্তান বিতর্ক, কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত