Parineeti-Raghav: Parineeti and Raghav arrive in Udaipur for wedding

Parineeti-Raghav: ১০০ নিরাপত্তারক্ষীর ঘেরাটোপ, টেপে ঢাকবে ফোনের ক্যামেরা, কড়াকড়ি রাঘব-পরিণীতির বিয়েতে

আগামী ২৪ সেপ্টেম্বর চার হাত এক হতে চলেছে পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার (Raghav Chadha)। উদয়পুরে (Udaipur) বিয়ে সারবেন তারকা জুটি।

ইতিমধ্য়েই সেজে উঠেছে উদয়পুরের লেক প্য়ালেস। শুক্রবার সকাল সকাল উদয়পুরে পৌঁছে গিয়েছেন রাঘব ও পরিণীতি। বিমানবন্দরেই জুটি গ্র্য়ান্ড ওয়েলকাম। উদয়পুরে পা রাখতেই বেজে উঠল ঢোল। ফুলের মালা দিয়েই ‘রাঘনীতি’কে ওয়েলকাম জানাল উদয়পুর। বিমানবন্দরের বাইরে বড়মাপের বিলবোর্ড। আর সেখানেই ফুটে উঠল রাঘব ও পরিণীতির নাম। কালো শার্ট ও নীল জিনসে দেখা গেল রাঘবকে। অন্যদিকে, পরিণীতির পরনে ছিল লাল রঙের গাউন।

জানা গিয়েছে, খাঁটি পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে। ২৩ সেপ্টেম্বর হবে সঙ্গীত। যার থিম নয়ের দশক। শোনা যাবে নয়ের দশকের বলিউড গান। সূত্র বলছে, ফ্য়াশন ডিজাইনার আবু জানির পোশাকেই এদিন সেজে উঠবেন পরিণীতি। শোনা গিয়েছে, বিয়ের দিন সব্যসাচীর লহেঙ্গায় সেজে উঠবেন পরিণীতি। ২৪ সেপ্টেম্বর দুপুরেই গুরুদ্বারে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। রাতে বড় পার্টিও দেবেন রাঘনীতি।

আরও পড়ুন: Saheb Chatterjee: ৩ দিনেই সব শেষ! ডেঙ্গিতে বোনকে হারালেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়

সূত্রের আরও খবর, ১০০ জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী থাকবেন বিয়ের আসরে। বিয়ের স্থান ‘হোটেল লীলা প্যালেস’ তৈরি হয়েছে পিচোলা হ্রদের মাঝখানে। লেকের মধ্যিখানে চার থেকে পাঁচটি নৌকায় থাকবেন নিরাপত্তারক্ষীরা। এই হোটেলগুলিতে পৌঁছনোর জন্য যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই জেটিতে মোতায়েন করা থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী।

হোটেলের পুরো নিরাপত্তা ব্যবস্থা বদলে ফেলা হয়েছে। কর্মচারী ছাড়া অন্য কেউ হোটেলে প্রবেশ করলে তাঁদের পুরোপুরি স্ক্যান করা হবে বলে খবর। শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মনিটরিং হবে কড়াভাবে। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় বর কনে ও অন্যান্য অতিথিদেরও নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হবে। পুলিশ ও অতিরিক্ত বাহিনী ছাড়া ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও থাকবেন বিমানবন্দরে।

হোটেল সূত্রে খবর, ছবি ও ভিডিও যাতে কোনও অতিথিই না ক্যামেরাবন্দি করতে পারেন তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা হোটেলে ঢুকছেন তাঁদের মোবাইল ফোনের ক্যামেরায় নীল রঙের টেপ লাগিয়ে দেওয়া হবে বলে খবর। এই নীল রঙের টেপের বিশেষত্ব হচ্ছে, একবার এটি ফোনের ক্যামেরায় লাগানোর পর সেটি খুলে ফেললে টেপে একটি তীর চিহ্ন দেখতে পাওয়া যাবে। এর থেকে সহজেই বোঝা যাবে যে ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে। হোটেল স্টাফ থেকে শুরু করে, তাঁবু, ডেকরেশন, সাউন্ড সিস্টেম, শেফ সকলের ক্ষেত্রেই এই নিয়মাবলী প্রযোজ্য। হোটেলের স্টাফ ও অন্যান্য কর্মচারীরা তিন দিন হোটেলের বাইরে কোথাও যেতে পারবেন না।

আরও পড়ুন: Ritabhari Chakraborty: মা হচ্ছেন ঋতাভরী! খবর দিতেই সকলের প্রশ্ন, সন্তানের বাবা কে?