বিপাকে সদ্য বিবাহিত সাংসদ রাঘব চাড্ডা। বিয়ের পরই এল দুঃসংবাদ। শুক্রবারই ৭ ক্যাটেগরির সরকারি বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দিল দিল্লি আদালত। সরকারের তরফে বাংলোটির বরাদ্দ বাতিল হয়ে যাওয়ার পর সেটি দখল করে রাখার অধিকার আপ সাংসদের নেই বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত।
সরকারি বাংলোটি নিয়ে কেন্দ্রের সঙ্গে আপ সাংসদ রাঘব চাড্ডার বিরোধ গত কয়েক মাস ধরেই চলছিল। আসলে, রাঘব চাড্ডাকে ২০২২-এর সেপ্টেম্বরে ৬ ক্যাটেগরির বাংলো দেওয়া হয়েছিল। কিন্তু, আপ সাংসদ দিল্লির পান্ডারা রোডে ৭ ক্যাটেগরির বাংলো দেওয়ার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন করেন। তাঁর সেই আবেদন মঞ্জুর করা দূরস্ত, বরং চলতি বছরের মার্চে সেই বাংলোটি বাতিল করে তাঁকে ৫ ক্যাটেগরির একটি বাংলো বরাদ্দ করে কেন্দ্র। এব্যাপারে রাজ্যসভার সচিবালয় থেকে বলা হয়, রাঘব চাড্ডা ৭ ক্যাটেগরির বাংলোর যোগ্য নন। যা নিয়ে আদালতের দ্বারস্থ হন আপ নেতা। দিল্লির পাতিয়ালা কোর্টে মামলা ওঠে। আদালত প্রথমে আপ নেতাকে বাংলো থেকে উচ্ছেদ করার উপর স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু, শুক্রবার ফের আদালতে শুনানি হয় এবং সরকারের পক্ষেই রায় দেয় আদালত।
আরও পড়ুন: LPG: সেপ্টেম্বরেই কমিয়েছিল কেন্দ্র, অক্টোবরের শুরুতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
পাটিয়ালা কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি বাংলো বরাদ্দ বাতিল হওয়ার পরেও সেটি দখল করে রাখার কোনও অধিকার রাঘব চাড্ডার নেই। শুক্রবার আদালত স্পষ্টভাবে জানায়, সাংসদ হওয়ার দরুন বিশেষ অধিকার বসে সরকারি বাংলোতে থাকতে পারেন রাঘব। তা বলে সরকারের তরফে সেই বরাদ্দ বাতিল করার পরও জোর করে কোনও বাংলো দখল করে রাখা যাবে না।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি রাঘব চাড্ডা ৫ ক্যাটেগরির বাংলোতেই গিয়ে উঠবেন? বিয়ের পরই কি পরিণীতিকে নিয়ে অন্যত্র শিফট করতে হবে আপ সাংসদকে?
আরও পড়ুন: Uttar Pradesh: শিক্ষককে গুলি, ভিডিওতে নিজেদের ‘গ্যাংস্টার’ বলে পরিচয় ২ কিশোরের