World Cup 2023: Shubman Gill discharged from Chennai hospital, likely to miss India vs Pakistan

Shubman Gill: হাসপাতাল থেকে ছাড়া পেলেন গিল, কেমন আছেন?

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারেননি। তাঁর প্লেটলেট কাউন্ট কমায় চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পান শুভমন। তবে কবে মাঠে ফিরবেন বলা যাচ্ছে না।

ভারতীয় দলের ওপেনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দল দিল্লি উড়ে গেলেও তিনি যেতে পারেননি। তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ডেঙ্গি আক্রান্ত শুভমনের প্লেটলেট কমে গিয়েছিল বলেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, যে মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শুভমনকে। চেন্নাইয়ের হোটেলে ফিরে গিয়েছেন তিনি। সেখানেই বোর্ডের চিকিৎসকেরা রয়েছেন তাঁর সঙ্গে।

আরও পড়ুন: Asian Games 2023: অরুণাচলের তিন খেলোয়াড়কে ভিসা দিল না চিন, বিবৃতি দিয়ে কড়া জবাব ভারতের

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে খেলতে পারবেন না শুভমন। শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও তাঁর খেলা অনিশ্চিত। আমদাবাদ শুভমনের অন্যতম পছন্দের মাঠ। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে এই মাঠেই খেলেন তিনি। রানও পেয়েছেন এই মাঠে। বিশ্বকাপে সেই মাঠে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ ছিল শুভমনের কাছে। কিন্তু অসুস্থ থাকায় সেই ম্যাচ খেলা তাঁর পক্ষে অসম্ভব বলেই ধরে নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে যেহেতু সময় লাগবে, নির্বাচকরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে তাঁর বদলি নেওয়ার কথা ভাবছে।আলোচনায় রয়েছে দুটি নাম। যশস্বী জয়েসওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড়। সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসে দু’জনেই রান পেয়েছেন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন: World Cup 2023: অতীতে হিন্দুবিরোধী মন্তব্য! পাক সঞ্চালিকাকে ফেরত পাঠাল ভারত