এবার উত্তর কলকাতার বিখ্যাত পুজোর উদ্বোধন হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই অমিত শাহ (Amit Shah) আসছেন কলকাতায়। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর সূচনা করবেন তিনি। দলের তরফে সেই ব্যবস্থাই করা হয়েছে।
প্রতি বছরই সন্তোষ মিত্র স্কয়্যারের পুজোয় কিছু না কিছু চমক থাকে৷ এবার অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে তারা৷ কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই পুজোর অন্যতম মূল উদ্যোক্তা৷ অমিত শাহকে দিয়ে পুজো উদ্বোধনের জন্য উদ্যোগী হয়েছিলেন সজল ঘোষই৷ ব্যস্ত কর্মসূচির মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে পুজো উদ্বোধনের সময় বের করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল৷
শেষ পর্যন্ত অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে তাঁঁর কলকাতায় পুজোর উদ্বোধনে আসার বিষয়টি নিশ্চিত করা হয়৷ এর আগে ২০১৯ সালে সল্টলেকের এই একটি পুজো উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তার পর রাজ্যের বিজেপি নেতারা একাধিক বার অমিত শাহকে পুজোর উদ্বোধনে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন৷ শেষ পর্যন্ত এবার সফল হলেন তাঁরা৷
আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেক-পত্নীকে ফের তলব ইডি’র !আগামী সপ্তাহে সিজিওতে হাজিরার নির্দেশ
অমিত শাহ না জেপি নাড্ডা, কে পুজো উদ্বোধন করবেন সেই নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার জল্পনার অবসান ঘটালেন পুজোর উদ্যোক্তারা। জানিয়ে দিলেন, আগামী ১৬ অক্টোবর, দ্বিতীয়াতে অমিত শাহই উদ্বোধন করবেন। এই প্রসঙ্গে সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা খুবই আনন্দিত। অমিত শাহ আমাদের পুজো উদ্বোধন করতে রাজি হয়েছেন। ১৬ তারিখ পুজো উদ্বোধন করবেন তিনি।’
শুধু শাহ নন, জেপি নাড্ডাও পুজোর সময় আসবেন কলকাতায়। সজল ঘোষ জানান, ‘২০ তারিখ আমাদের পুজো মণ্ডপ পরিদর্শনে আসবেন নাড্ডাও।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনেই লোকসভা নির্বাচন। তাই তার আগে অমিত শাহকে দিয়ে পুজো উদ্বোধন করিয়ে চমক দিতে চাইছে বঙ্গ বিজেপি।
আরও পড়ুন: Mamata Banarjee: পায়ে ইনফেকশন, পুজোতে নয় কার্নিভালে দেখা হবে, ভার্চুয়াল উদ্বোধন করে বললেন মমতা