সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ভি আবদুর রহিম ইন্তেকাল করেছেন। তাঁর রচিত ‘দুরুসুল লুগাতিল আরাবিয়াহ’ নামক বইটি সারা বিশ্বের আরবি ভাষার শিক্ষার্থীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মদিনায় মারা যান। বয়স ছিল ৯৯ বছর।
তিনি মদিনার বিখ্যাত কোরআন মুদ্রণ প্রতিষ্ঠান কিং ফাহাদ কমপ্লেক্সের অনুবাদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।ড. ভি আবদুর রহিম ১৯৩৩ সালের ৭ মে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভানিয়ামাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর নামের শুরুতে জন্মস্থানের প্রথম অক্ষর ভি (V) লেখা হয়। নিজ গ্রামে পবিত্র কোরআন ও প্রাথমিক পড়াশোনা করেন।
এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর শেষ করেন। সেখানে তিনি ঐচ্ছিক বিষয় হিসেব আরবি ভাষা শেখেন এবং পুরোপুরি নিজের তত্ত্বাবধানে তা পড়েন। তবে মুখস্থনির্ভর এমন ভাষা শেখার পদ্ধতি তাঁর পছন্দ ছিল না। তখন থেকেই তিনি ভাষা শেখার আধুনিক পদ্ধতি নিয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন।