India to resume visa services for Canadians

Canadians: কানাডিয়ানদের জন্য ফের ভিসা চালু করছে ভারত

কানাডার নাগরিকদের জন্য আবার ভিসা সেবা চালু করতে যাচ্ছে ভারত। অটোয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত আবার কানাডিয়ানদের জন্য ভিসা সেবা চালু করতে যাচ্ছে। এতে বলা হয়, ভারত তাদের মিশনের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর এবং কানাডিয়ান কিছু পদক্ষেপের ভিত্তিতে কয়েকটি ক্যাটাগরির ভিসা সেবা আবার চালু করবে।(India to resume visa services for Canadians)

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় উত্তেজনার পর গত সেপ্টেম্বরের শেষ দিকে কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছিল ভারত। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছিল, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কানাডিয়ানদের ভিসা সেবা বন্ধ থাকবে। ভারতের বক্তব্য ছিল- ‘নিরাপত্তা হুমকির’ কারণে কানাডিয়ান মিশনে তাদের কাজ ব্যাহত হচ্ছে।

খলিস্তান-বিতর্কে এক মাসের কূটনৈতিক টানাপড়েনের পরে নরেন্দ্র মোদীর সরকার বুধবার কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে। আর তার পরেই এই ঘটনা নিয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক খোঁচা দিল কানাডা়র প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী হরজিৎ সিংহ সজ্জন বৃহস্পতিবার ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কিন্তু সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘উদ্বেগজনক পরিস্থিতির পর ভাল সময় এসেছে। ভিসা পরিষেবা বন্ধ করা কখনও উচিত নয়।’’

বিদেশ মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’ দেওয়া হবে। প্রসঙ্গত, কানাডার মাটিতে সে দেশের খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনার জেরে গত এক মাসের বেশি সময় ধরে উত্তেজনার পারদ চড়েছে দ্বিপাক্ষিক কূটনীতিতে। উত্তেজনার সেই আবহে গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বলবতের সিদ্ধান্ত নিয়েছিল বিদেশ মন্ত্রক।