ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে রাজ্যের এক মন্ত্রী। প্রায় ২১ ঘণ্টা লাগাতার তল্লাশির পর গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি”, ইডি দপ্তরে ঢোকার আগে জানালেন জ্যোতিপ্রিয়।
ভোররাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে রিপোর্ট অনুযায়ী, দীর্ঘক্ষণ ধরে জেরা চললেও মধ্যরাত পর্যন্ত নাকি জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ইডি। তবে পরিস্থিতি বদলে যায় মধ্যরাতের পর।
বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick ) সল্টলেকের বিসি ব্লকের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে তাঁর বাড়ি। টানা ২১ ঘণ্টা ধরে চলে জোর তল্লাশি। শেষমেশ গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয়কে। ইডি তল্লাশির মাঝে রাজ্যের মন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে যান বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তবে মন্ত্রীর দেখা পাননি তিনি।
জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ক অমিত দে-র বাড়িতেও গতকাল হানা দিয়েছিল ইডি। মন্ত্রীর পাশাপাশি তাঁর সহযোগীকেও জেরা করছিলেন ইডি কর্তারা। সেই আবহে রাতের দিকে অমিতের কাছ থেকে বেশ কিছু তথ্য পান ইডি কর্তারা। সেই তথ্যের ভিত্তিতেই রাত ১২টার পর নতুন করে জেরা করা হয় জ্যোতিপ্রিয়কে। তবে সেই সব প্রশ্নের জবাব দিতে চাননি মন্ত্রী। এরপরই দিল্লিতে সংস্থার সদর দফতরে মন্ত্রীর অসহযোগিতার কথা জানান তদন্তকারীরা। আর তারপরই গ্রেফতার করা হয় তৃণমূলের এই নেতাকে।
শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডি গোয়েন্দারা। উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা।