Paresh Adhikari: Hirakjyoti Adhikari, Son of ex minister Paresh Adhikari died by heart attack

Paresh Adhikari: বাবার সঙ্গে কথা বলতে বলতেই হার্ট অ্যাটাক! চিকিৎসক ছেলেকে হারালেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী

পুত্রকে হারালেন বিধায়ক পরেশ অধিকারী (Paresh Adhikari)। শুক্রবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধায়কপুত্র হীরকজ্যোতি অধিকারীর। পেশায় চিকিৎসক ছিলেন তিনি।

শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়িতে বাবা পরেশের সঙ্গে বসে কথা বলছিলেন তিনি। আচমকা অসুস্থ বোধ করায় হীরকজ্যোতিকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Corruption! ২০ বছর ধরে বোনের চাকরি করছেন ৭০ বছরের দিদি!

মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপসকুমার দাস জানান, কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিয়োর এবং দীর্ঘ দিনের কিডনির সমস্যায় মৃত্যু হয়েছে। হীরকজ্যোতি মেখলিগঞ্জের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ‘রেড ক্রস সোসাইটি’র মেখলিগঞ্জ মহকুমার সম্পাদক পদে ছিলেন।

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর। সেজন্য সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে তাঁকে। ২০১৮ সালে তৃণমূলে যোগদানের কয়েকদিনের মধ্যেই একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে আচমকা সবার উপরে উঠে আসে মেয়ে অঙ্কিতার নাম। এর পর বাড়ির কাছের স্কুলে চাকরি পান তিনি। অভিযোগ ওঠে, পরেশ তৃণমূলে যোগদানের বিনিময়ে তাঁর মেয়েকে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে। এর পর বিধানসভা নির্বাচনে জিতে শিক্ষা প্রতিমন্ত্রী হন তিনি।

অঙ্কিতার নিয়োগকে বেআইনি ঘোষণা করে তাঁকে বরখাস্ত করার নির্দেশ দেয় আদালত। এমনকী বেতনের প্রায় ১৫ লক্ষ টাকা তাঁকে ফেরত দিতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর কয়েক মাস পর পরেশ অধিকারীকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেন মমতা। তৃণমূলে যোগদানের আগে ফরওয়ার্ড ব্লক করতেন পরেশ অধিকারীর। বাম জমানায় খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী ছিলেন তিনি।

আরও পড়ুন: Jyotipriya Mallick: শান্তিনিকেতনে ৬ কোটির বাড়ি! পার্থর ‘অপা’র পর চর্চায় জ্যোতিপ্রিয়র ‘দোতারা’