ICC ODI World Cup 2023: India beat England by 100 runs, extend winning streak to six

ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে(India) হারিয়ে ভারতের(India) ছয়ে ৬

টানা পাঁচ ম্যাচ জিতলেও একটা জায়গায় ‘ঘাটতি’ রয়ে গিয়েছিল ভারতের। রোহিত শর্মাদের সব কটি জয়ই ছিল রান তাড়ায় ব্যাট করে। আগে ব্যাট করে ভারত কেমন পুঁজি গড়ে আর বোলাররাই বা কীভাবে সামাল দেন, সেটি দেখার অপেক্ষায় ছিল দলটি।

দুই হারের জ্বালা বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছিল ভারতীয় দল। ২০২৩ সালের ২৯ অক্টোবর। গত দুই আইসিসি ইভেন্টে সেই জোড়া হারের বদলা লখনউয়ের একানা স্টেডিয়ামে সুদে-আসলে তুলে নিল ভারত। একইসঙ্গে ‘ছয়ে ছয়’ করে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমিফাইনালে চলে গেল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। সৌজন্যে মহম্মদ শামির (Mohammed Shami) আগুনে বোলিং। তাঁর বোলিং ফিগার দেখার মতো ৭-২-২২-৪। জশপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) ঝাঁজ। তাঁর বোলিং ফিগারও দেখার মতো। ৬.৫-১-৩২-৩। এবং এর সঙ্গে যোগ হয়েছিল কুলদীপ যাদবের (Kuldeep Yadav) স্পিনের ভেল্কি। ফলে ২৩০ চেজ করতে গিয়ে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল জস বাটলারের (Jos Buttler) ইংল্যান্ড (England)।

আজ লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে সেই ‘ঘাটতি’ কিছুটা হলেও পুষে গেছে রোহিতদের। টস হেরেও আগে ব্যাট করার সুযোগ পেয়েছে ভারত, শেষ পর্যন্ত বোলারদের নৈপূণ্যে জিতেছে ম্যাচও। ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে ভারত। ছয় ম্যাচে ছয় জয়ে ভারতের পয়েন্ট ১২। সর্বোচ্চ পাঁচটি দলের ১২ পয়েন্ট হওয়ার সুযোগ থাকায় শেষ তিনটি ম্যাচে হারলেও এখনকার রান রেট অনুসারে আপাতত নিরাপদ রোহিতরা।

ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিতের দিনে বিশ্বকাপের প্রথম পর্ব বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। টানা চতুর্থসহ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্যে আজ ভারতের কাছে হারটি বেশ বড়সড়ই। রোহিত–বিরাট কোহলিদের নিয়ে গড়া প্রতাপশালী ব্যাটিং লাইন আপকে মাত্র ২২৯ রানে আটকে রেখেছিলেন বোলাররা।

রান তাড়ায় নেমে প্রথম দুই ওভারে ১৭ রান তুলে ভালো শুরুই এনে দিয়েছিলেন ডেভিড ম্যালান ও জনি বেয়ারস্টো। কিন্তু যশপ্রীত বুমরা টানা দুই বলে ম্যালানকে বোল্ড ও জো রুটকে এলবিডব্লুর ফাঁদে ফেললে দিক হারায় ইংল্যান্ড।